বহু গ্রামে নতুন চাল উঠতেই দেবী লক্ষ্মী বা অন্নপূর্ণার পুজো, ভোগ নিবেদন এবং বিশেষ রান্নার মধ্য দিয়ে উদযাপিত হয় নবান্ন। এই উৎসবের মূল বার্তা অন্নের প্রতি কৃতজ্ঞতা এবং সমকল্যাণের প্রার্থনা। ঠিক সেই গ্রামীণ প্রথা অনুসরণ করেই বোলপুরের সিয়ান–মলুক গ্রামের কিন্নর বা বৃহন্নলা গোষ্ঠীর বাড়িতেও এ বছর আয়োজিত হল নবান্ন উৎসব। পুজো, ভোগ, আরতি, সবকিছুই সম্পন্ন হয়েছে যথাযোগ্য নিয়মে ও আন্তরিকতায়। উৎসব উপলক্ষে কমিউনিটির সদস্যদের মধ্যে ছিল বিশেষ আনন্দের পরিবেশ।
advertisement
কিন্নররা জানান, সমাজের একাংশ তাঁদের গ্রহণ করলেও অনেকেই এখনও দূরে রাখেন। তবুও তাঁরা হতাশ নন। তাঁদের কথায় “সমাজ যাই ভাবুক, আমরা মূল স্রোতের জীবন চাই। শিক্ষা গ্রহণই আমাদের প্রথম লক্ষ্য।” কিন্নর গোষ্ঠীর এই নবান্ন পালন শুধু উৎসবের আনন্দই নয়, বরং সমাজে অন্তর্ভুক্তি ও সমতা-বোধের এক অনুপ্রেরণাদায়ক বার্তাও তুলে ধরেছে। তাদের কথায় “আমরাও সমাজের একটি অংশ,আর সেই কারণেই আমরা এই উৎসবে যোগদান করেছি,অন্যান্য কিন্নরদের আমরা বার্তা দিচ্ছি তারাও এমন উৎসবে নিজেদের যোগদান করুক।”