TRENDING:

কালীপুজোর রাতে রসনাতৃপ্তিতে পাতে পড়ুক যজ্ঞি বাড়ির পাঁঠার মাংস, রইল রেসিপি

Last Updated:

Kali Puja 2022: Mutton Recipe: পাঁঠার মাংসের সুঘ্রাণ আর পরিমিত মশলার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই পদের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালী পুজোর খানাপিনায় পাঁঠার মাংস না-হলে কি আর চলে। ধোঁয়া-ওঠা গরমাগরম জুঁই ফুল ভাতের সঙ্গে পাঁঠার মাংসের কথা ভাবলেই জাস্ট মনটা ভাল হয়ে যায়! কিংবা বাসন্তী পোলাওয়ের সঙ্গে পাঁঠার মাংস কষা? এই জুটিও রীতিমতো জিভে জল এনে দেয়! তবে পাঁঠার মাংসের ঝোল কিংবা মাংস কষা তো আমরা হামেশাই খেয়ে থাকি। তাই এ-বার স্বাদ পাল্টাতে বানিয়ে ফেলা যাক যজ্ঞি বাড়ির মাংস!
পাঁঠার মাংসের পাতলা ঝোলের তুলনায় একটু বেশি মশালাদার
পাঁঠার মাংসের পাতলা ঝোলের তুলনায় একটু বেশি মশালাদার
advertisement

সেটা কীরকম? কিংবা এমন নামের কারণ কী? সেই বিষয়েই আজ গল্প করব আমরা। প্রথমে আসা যাক এমন নামের কারণ কী, সেই বিষয়ে। ‘যজ্ঞি’ শব্দটি এসেছে ‘যজ্ঞ’ থেকেই। সাধারণত বাঙালি বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে যজ্ঞ করা হয়। আবার সেই সব অনুষ্ঠানেই পাঁঠার মাংস রাঁধেন রান্নার ঠাকুররা। তাঁদের হাতের জাদুতেই যেন খুলে যায় মাংসের স্বাদ। ফলে এই অনুষ্ঠান বাড়ির এই মাংসের পদটিকেই বলা হয় ‘যজ্ঞি বাড়ির মাংস’।

advertisement

কিন্তু এর বিশেষত্ব কী? আসলে এটা বাঙালির সবথেকে প্রিয় আলু দেওয়া পাঁঠার মাংসের পাতলা ঝোলের তুলনায় একটু বেশি মশালাদার। তবে এটা কিন্তু কষা মাংসের মতো ততটাও মশলাদার নয়। ফলে পাঁঠার মাংসের সুঘ্রাণ আর পরিমিত মশলার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই পদের মধ্যে। তা-হলে দেখে নেওয়া যাক, যজ্ঞি বাড়ির মাংসের রেসিপিটা।

advertisement

আরও পড়ুন : আজ রাতে কালীপুজো, কত ক্ষণ থাকবে অমাবস্যা, জানুন পঞ্জিকা কী বলছে

উপকরণ (৪-৫ জনের জন্য):

১ কেজি পাঁঠার মাংস (একটু বড় বড় টুকরোয় কাটতে হবে)

১০০ গ্রাম পাঁঠার মাংসের চর্বি

৪০০ গ্রাম পিঁয়াজ (কুচিয়ে নিতে হবে)

২ টেবিল-চামচ রসুন বাটা

advertisement

২ টেবিল-চামচ আদা বাটা

২০০ গ্রাম জলঝরানো টক দই

ম্যারিনেট করার জন্য প্রয়োজনীয় মশলা:

১ চা-চামচ ধনে গুঁড়ো

১ চা-চামচ জিরে গুঁড়ো

১ চা-চামচ গরম মশলা গুঁড়ো

১ চা-চামচ লাল লঙ্কা গুঁড়ো

১ চা-চামচ চিনি

১ চা-চামচ নুন

২ চা-চামচ সরষের তেল

ফোড়নের জন্য প্রয়োজনীয় মশলা:

advertisement

৬টা শুকনো লঙ্কা

৪টে তেজ পাতা

৩টে বড় এলাচ

৩টে ছোট এলাচ

২ ইঞ্চির দারচিনির টুকরো

রান্না করার জন্য প্রয়োজনীয় মশলা:

২ টেবিল-চামচ পোস্ত (রান্নার আগে উষ্ণ গরম জল ১৫ মিনিট মতো ভিজিয়ে বেটে নিতে হবে)

১ টেবিল-চামচ চারমগজ (রান্নার আগে উষ্ণ গরম জল ১৫ মিনিট মতো ভিজিয়ে বেটে নিতে হবে)

১ চা-চামচ হলুদ গুঁড়ো

১ চা-চামচ ধনে গুঁড়ো

১ চা-চামচ জিরে গুঁড়ো

১ চা-চামচ গরম মশলা গুঁড়ো

১ চা-চামচ লাল লঙ্কা গুঁড়ো

১ চা-চামচ চিনি

স্বাদ মতো নুন

২ টেবিল-চামচ সরষের তেল

২ টেবিল-চামচ ঘি

আরও পড়ুন :  একদিকে মরশুম পরিবর্তন, ডেঙ্গির প্রকোপ, অন্যদিকে আতসবাজির হাতছানি, কী করে সুস্থ রাখবেন বাচ্চাকে, জানুন চিকিৎসকের মত

প্রণালী:

পাঁঠার মাংস এবং মাংসের চর্বি ভাল করে ধুয়ে নিয়ে তার থেকে জল ঝরিয়ে নিতে হবে।

ম্যারিনেশনের মশলা দিয়ে মাংস আর চর্বিটা ভাল করে ম্যারিনেট করে নিতে হবে। তবে এই রেসিপির জন্য যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল - ম্যারিনেশনের সময়টা। এই রান্নার ক্ষেত্রে মাংসটা বেশি ক্ষণ ধরে ম্যারিনেট করা উচিত নয়। রান্নার আগে শুধু ৩০ মিনিট মতো ম্যারিনেট করলেই হয়ে যাবে।

ম্যারিনেট করা মাংসের মধ্যে দইটাও ভাল করে মেখে নিতে হবে।

এ-বার একটি বড় কড়াইয়ে তেল গরম করে নিতে হবে।

তার মধ্যে এক চিমটে করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন ছিটিয়ে দিতে হবে।

এর পর গরম তেলে ফোড়নের মশলাগুলো ফোড়ন দিতে হবে।

ফোড়ন থেকে ঘ্রাণ বেরোলে কুচোনো পিঁয়াজ তেলে ছাড়তে হবে। পিঁয়াজের রঙ সাদাটে হওয়া পর্যন্ত ভাজতে হবে।

এর পর এর মধ্যে আদা-রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

মশলা ভাজার থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে রান্নার গুঁড়ো মশলা এবং চিনি যোগ করতে হবে।

২ মিনিট মতো ভাল করে ভেজে নিয়ে ম্যারিনেট করা পাঁঠার মাংসটা দিয়ে দিতে হবে।

এ-বার ভাল করে নাড়াচাড়া করে মাংসটা ৩০ মিনিট মতো রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন যোগ করতে হবে।

এর পাশাপাশি ৫ কাপ জল গরম করে ফুটিয়ে নিতে হবে। মাংসটা ৩০ রান্না করার পর ওই গরম জলটা যোগ করতে হবে।

লক্ষ্য রাখতে হবে যে, গ্রেভিটা যেন পাতলা না-হয়, আবার যেন ঘনও না-হয়।

মাংস সেদ্ধ হয়ে এলে ঘি আর বাকি থাকা গরম মশলা যোগ করে আঁচ নিভিয়ে দিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এ-বার যজ্ঞি বাড়ির পাঁঠার মাংস গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কালীপুজোর রাতে রসনাতৃপ্তিতে পাতে পড়ুক যজ্ঞি বাড়ির পাঁঠার মাংস, রইল রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল