মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তরফে এই মর্মে জানানো হয়েছে এক্স-এ (অতীতে ট্যুইটার)৷ সেখানে বলা হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের কৃতজ্ঞতা জানাতে এই বিশেষ সুযোগ আনা হচ্ছে৷ এখানেই শেষ নয়৷ সিনেমার টিকিটের দাম কমানোর পাশাপাশি বিশেষ অফার থাকছে খাবার এবং পানীয়ের উপরেও৷ এই বিষয়ে পরবর্তী ঘোষণার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহের সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতে হবে৷
advertisement
গত বছরও সারা বিশ্বে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে সিনেমার টিকিটের দাম হ্রাস করা হয়েছিল৷ তবে ভারতের ক্ষেত্রে এই অফারে কিছু শর্ত থাকছে৷ মহার্ঘ্য আসনের টিকিটের দাম কমবে না৷ তাছাড়া গত বছরের তুলনায় টিকিটের দামও বেড়েছে৷ আগের বছর টিকিটের দাম কমে গিয়ে হয়েছিল ৭৫ টাকা৷ এ বার সেই দাম পৌঁছেছে ৯৯ টাকায়৷ তবে কিছু বিধিনিষেধের কারণে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মতো শহরে কিছু প্রেক্ষাগৃহে গত বছর জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা যায়নি৷
ইতিমধ্যে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ ভারত-সহ সারা বিশ্বে ১১১৭.৩৯ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে৷ চলচ্চিত্রের ইতিহাসে এটাই সর্বাধিক বাণিজ্য করা হিন্দি ছবি৷ অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা ও বিজয় সেতুপতি৷