TRENDING:

লকডাউনে মন ভাল রাখতে মা ও ছেলের যুগলবন্দি ! কয়েক লক্ষ ভিউ ! শুনুন গান

Last Updated:

দুঃখ, বিষাদ, অন্ধকারের মাঝেও ভাল থাকব, সকলকে ভাল রাখব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সারা দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত সরকারের। কিন্তু টানা এতগুলো দিন ঘরে বন্দি হয়ে থাকা তো মুখের কথা নয়। বড়রা যদিও বা মেনে নেয় ছোটদের জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন। এই সময় তারা স্কুলে যেতে পারছে না। খেলতে যেতে পারছে না। থাকতে হচ্ছে চার দেওয়ালে বন্দি হয়ে।
advertisement

কিন্তু তাদের এবং নিজেদের মন ভাল রাখার ভার নিতে হবে বাড়ির বড়দেরই। ঠিক যেভাবে এই মা ও ছেলে নিজেদের মন ভাল রাখতে গাইছে গান। ছোট্ট ছেলে ও মা মিলে ধরলো গান। সর যো তেরা চকরায়ে -গান গেয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল তাঁরা। এই ভিডিওটি কয়েক হাজার বার শেয়ার হয়ে গিয়েছে  ইতিমধ্যেই। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে মা লেখেন, "আজ শুভদিন। দুঃখ, বিষাদ, অন্ধকারের মাঝেও ভালো থাকব, সকলকে ভালো রাখব। আলো আশা আর আনন্দে আবার ভুবন ভ'রে উঠুক এই প্রার্থনা প্রতিনিয়ত।"

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লকডাউনে মন ভাল রাখতে মা ও ছেলের যুগলবন্দি ! কয়েক লক্ষ ভিউ ! শুনুন গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল