যে সংস্থা এটি বিক্রি করছে, তারা বাড়িটির নাম দিয়েছে মার্বেল প্যালেস৷ ইটালিয়ান মার্বেলে তৈরি এই বাড়ি সম্পূর্ণ হতে সময় লেগেছে ১২ বছর৷ মার্বেলের উপর বসানো হয়েছে ৭ লক্ষ সোনার পাত৷ কে এই প্রাসাদের মালিক, তাঁর নাম প্রকাশ করেনি সংস্থা৷
গত ৩ সপ্তাহে দু’জন ক্রেতা এখনও পর্যন্ত বাড়িটি দেখে গিয়েছেন৷ একজন রাশিয়ান তাঁর প্রতিনিধিকে পাঠিয়েছিলেন৷ এছাড়াও ভারতীয় ক্রেতা এসেছিলেন তাঁর স্ত্রীকে নিয়ে৷ তাঁদের ইতিমধ্যেই এমিরেটস হিল-এ তিনটি ভূসম্পত্তি আছে৷
advertisement
পাম জুমেইরা থেকে গাড়িতে মাত্র ২৫ মিনিটের দূরত্বে রয়েছে এই প্রাসাদ৷ এমিরেটস হিল-কে বলা হয় দুবাইয়ের বেভারলি হিলস৷ ধনকুবেরদের ঠিকানা বলে পরিচিত অত্যন্ত অভিজাত এই এলাকা আলো করে দাঁড়িয়ে আছে মার্বেল প্যালেস৷ এই বাড়ির দ্বিতীয় বৃহত্তম শয়নকক্ষ ২৫০০ বর্গফুটের৷ অতিথিদের জন্য নির্ধারিত ঘরের মাপ ১০০০ বর্গফুট৷ এরকমই একটি ঘরে আছে ওয়াইন রাখার আধার৷ এই প্রাসাদের মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে৷ এর পরই তিনি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন৷