TRENDING:

Mosquito Repellent Side Effects:মশা মারতে গিয়ে নিজের জন্য ডেকে আনছেন না তো ফুসফুসের রোগ, ক্যানসারের মতো জটিল অসুখ? জানুন ভেপোরাইজার মেশিন কতটা ক্ষতিকর

Last Updated:

Mosquito Repellent Side Effects:এর লিক্যুইড বা অয়েলে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা কয়েক মিনিটের মধ্যে সমস্ত মশাকে তাড়িয়ে দেয়। ফলে আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ার মতো মারাত্মক রোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য বেশিরভাগ মানুষই মশা নিরোধক ভেপোরাইজার মেশিন বা মসকিটো রিপেলেন্ট ভেপোরাইজার মেশিন ব্যবহার করে থাকেন। এর লিক্যুইড বা অয়েলে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা কয়েক মিনিটের মধ্যে সমস্ত মশাকে তাড়িয়ে দেয়। ফলে আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ার মতো মারাত্মক রোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মশা নিরোধক ভেপোরাইজারের নেতিবাচক প্রভাব আমাদের শরীরের উপর পড়ে? বিখ্যাত নিউরোসার্জন ডা. অরুণ নায়ক ইনস্টাগ্রামে জানিয়েছেন, কীভাবে এই ভেপোরাইজারগুলি আমাদের পরিবেশ, স্বাস্থ্য এবং মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মশা নিরোধক ভেপোরাইজারের নেতিবাচক প্রভাব আমাদের শরীরের উপর পড়ে
মশা নিরোধক ভেপোরাইজারের নেতিবাচক প্রভাব আমাদের শরীরের উপর পড়ে
advertisement

কেন এটা বিপজ্জনক?

ডা. নায়কের মতে, বেস্ট সেলিং কোম্পানির ভেপোরাইজারগুলিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই লিক্যুইডগুলি প্রস্তুত করার জন্য ট্রান্সফ্লুথ্রিন, বুটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, বিভিন্ন সুগন্ধি রাসায়নিকের মিশ্রণ (বেনজিল অ্যাসিটাল), সিট্রোনেলল ও ডাইমিথাইল অক্টাডিয়ান এবং গন্ধহীন কেরোসিন (96% w/v)-এর মতো রাসায়নিক ব্যবহার করা হয়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, ট্রান্সফ্লুথ্রিন উত্তেজনা, কাঁপুনি, শ্বাসযন্ত্র বিকল হয়ে যাওয়া, হাঁচি, ত্বকের অ্যালার্জি এবং সর্দি ও কাশির মতো সমস্যার জন্য দায়ী হতে পারে। শুধু তা-ই নয়, ক্যাটাগরি-২ কার্সিনোজেনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই রাসায়নিকগুলিকে। যা ক্রমবর্ধমান ক্যানসারের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

advertisement

এই ভেপোরাইজারগুলি গর্ভে থাকা শিশুর মস্তিষ্কের এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপক ক্ষতি করে দিতে পারে। এমনকী এটি হাইপোথাইরয়েডিজমেরও কারণ হয়ে যেতে পারে। এছাড়াও এই ভেপোরাইজারগুলি ঘরের পোষ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আসলে এতে ব্যবহৃত সুগন্ধি রাসায়নিক ফুসফুসের রোগ এবং ত্বকে অ্যালার্জির কারণ হতে পারে। সিডিসির মতে, এটি মাথাব্যথা, অ্যানোরেক্সিয়ার জন্য দায়ী হতে পারে এবং একাগ্রতাও হ্রাস করতে পারে।

advertisement

এখানেই শেষ নয়, ঘরের জানালা-দরজা বন্ধ করার পর এগুলি ব্যবহার করলে সেটা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। চিকিৎসকদের মতে, এই রাসায়নিকগুলির এখনও কোনও প্রতিষেধক নেই। তাই গর্ভবতী মহিলা, সদ্যোজাত শিশু, বাচ্চা, বয়স্ক এবং বাড়ির পোষ্যেদের এর থেকে দূরে রাখা খুব গুরুত্বপূর্ণ। ডা. নায়ক বলেন যে, অনেক গবেষণায় এটাও দেখা গিয়েছে যে, এই ধরনের ভেপোরাইজার কিন্তু মশাকে আরও বেশি আকর্ষণ করে।

advertisement

আরও পড়ুন : ভারতে হাজির HMP ভাইরাস! শ্বাসকষ্ট, সর্দিকাশিতে ভুগছেন? ফুসফুস দুর্বল? কী কী খেলেই সর্বনাশে ঝাঁঝরা শরীর? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। মশা নিরোধক ভেপোরাইজার ব্যবহার করতে হলে কয়েক মিনিটের জন্য হালকা করে জানালা-দরজা খুলে রাখতে হবে। এছাড়া এর পরিবর্তে প্রাকৃতিক বিকল্পও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে নিমপাতা পোড়ানো যায় অথবা কর্পূরের ধোঁয়া দেওয়া যেতে পারে। এর পাশাপাশি মশার হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার করা আবশ্যিক।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mosquito Repellent Side Effects:মশা মারতে গিয়ে নিজের জন্য ডেকে আনছেন না তো ফুসফুসের রোগ, ক্যানসারের মতো জটিল অসুখ? জানুন ভেপোরাইজার মেশিন কতটা ক্ষতিকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল