মোম্ফা জুনিয়রের প্রকৃত নাম মহম্মদ অওয়ল মুস্তাফা৷ সে ‘শিশু ইনফ্লুয়েন্সার’৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে তার ফলোয়ারের সংখ্যা ২৭ হাজার৷ সেখানে বিলাসবহুল জীবনযাপনের ছবি মাঝে মাঝেই শেয়ার করে সে৷ বিলাসবহুল খাওয়াদাওয়ার পাশাপাশি থাকে ব্যক্তিগত বিমানে ঘোরার ছবি ও ভিডিও৷ তার অট্টালিকার সামনে সাজানো থাকে ফেরারি-সহ নানারকমের সুপারকার৷
মোম্ফার বাবা ইসমাইল মুস্তাফা নাইজেরিয়ার একজন ধনকুবের ইন্টারনেট সেলেব্রিটি৷ তিনি পরিচিত মোম্ফা সিনিয়র নামে৷ লাগোস এবং দুবাইয়ের মধ্যে তাঁর নিত্য যাতায়াত৷ তাঁর বিলাসবহুল জীবনযাপন দেখার জন্য অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ ফলোয়ার৷ তাঁর একটি ইনস্টা পোস্টে দেখা যায় মোম্ফা জুনিয়র ও তার বোন দাঁড়িয়ে আছে আপাদমস্তক ভারস্যাচে ব্র্যান্ডের পোশাক ও অ্যাকসেসরিজের সাজে৷ ইসমাইল মুস্তাফা নিজেই তাঁর সন্তানদের বলেছেন ‘এক্সপেনসিভ লিটল কিডস’৷
advertisement
২০১৯ সালে তার ষষ্ঠ জন্মদিনে বাবার কাছে থেকে অট্টালিকাসম বাড়ি উপহার পায় মোম্ফা জুনিয়র৷ তার বাবা ইসমাইল মুস্তাফা একজন উদ্যোগপতি৷ ব্যবসা থেকেই যাবতীয় আর্থিক উন্নতি তাঁর৷ এখন তাঁর সন্তান মোম্ফা জুনিয়র নাইজেরিয়ার ধনী শিশুদের মধ্যে অন্যতম, যে তার প্রাইভেট জেট ও গয়নার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে৷ মন্তব্যবাক্সে অসংখ্য নেটিজেন লেখেন তাঁদের স্বপ্ন একদিন মোম্ফার মতো ধনী হওয়া৷