TRENDING:

প্রসূতিদের সাহায্যে মোবাইল পরিষেবা

Last Updated:

গ্রামাঞ্চলের প্রসূতিদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য চালু হল ‘এম-হেলথ-সার্ভিস’ পরিষেবা ৷ মোবাইলের মাধ্যমে প্রসূতিদের পরামর্শ দেওয়া এবং তাদের সচেতন করাই এই পরিষেবার মূল উদ্দেশ্য ৷ সোমবার মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্ট (মান্ত) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা রাজ্যে চালু করল এই পরিষেবা ৷ সংস্থার অধিকর্তা নিমার্ল্য মুখোপাধ্যায় প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠকে এই পরিষেবার সূচনার কথা ঘোষণা করলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্রামাঞ্চলের প্রসূতিদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য চালু হল ‘এম-হেলথ-সার্ভিস’ পরিষেবা ৷ মোবাইলের মাধ্যমে প্রসূতিদের পরামর্শ দেওয়া এবং তাদের সচেতন করাই এই পরিষেবার মূল উদ্দেশ্য ৷ সোমবার মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্ট (মান্ত) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা  রাজ্যে চালু করল এই পরিষেবা ৷ সংস্থার অধিকর্তা নিমার্ল্য মুখোপাধ্যায় প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠকে এই পরিষেবার সূচনার কথা ঘোষণা করলেন ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গর্ভাবস্থাকালীন সব রকম পরামর্শের জন্য মহিলাদের প্রথমে ৭৯৬৬২১০৭১১ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে ৷  নাম নথিভুক্ত হওয়ার পর মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করবে স্বেচ্ছাসেবী এই সংগঠন ৷ এরপর মোবাইলে  তাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয় সংস্থার তরফে ৷ নিমার্ল্যবাবু জানান, প্রসূতিদের অনেক সময়  নিজস্ব কিছু জিজ্ঞাসা থাকে ৷ সেই জন্য এদিন ‘প্রান্তকথা’ নামে আরও একটি প্রকল্প শুরু করা হয় ৷ এই প্রকল্প সমন্ধে  নির্মাল্যবাবু বলেন, গর্ভবতী মহিলাদের যদি কোনও বিশেষ প্রশ্ন থাকে তাহলে তারা একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে তা জানাতে পারেন ৷  ফোন করলে প্রসূতিদের করা প্রশ্নগুলি ওই সংস্থার সার্ভারে রেকর্ড হয়ে যাবে ৷ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, এর পরে সংস্থা থেকে ফোন করে প্রসূতিদের প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে ৷ তিনি আরও জানান, বাংলা এবং সাঁওতালি দুই ভাষাতেই এই পরিষেবাটি পাওয়া যাবে ৷  খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশি রাজ্যগুলিও এই পরিষেবাটি উপভোগ করতে পারবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্রসূতিদের সাহায্যে মোবাইল পরিষেবা