গর্ভাবস্থাকালীন সব রকম পরামর্শের জন্য মহিলাদের প্রথমে ৭৯৬৬২১০৭১১ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে ৷ নাম নথিভুক্ত হওয়ার পর মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করবে স্বেচ্ছাসেবী এই সংগঠন ৷ এরপর মোবাইলে তাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয় সংস্থার তরফে ৷ নিমার্ল্যবাবু জানান, প্রসূতিদের অনেক সময় নিজস্ব কিছু জিজ্ঞাসা থাকে ৷ সেই জন্য এদিন ‘প্রান্তকথা’ নামে আরও একটি প্রকল্প শুরু করা হয় ৷ এই প্রকল্প সমন্ধে নির্মাল্যবাবু বলেন, গর্ভবতী মহিলাদের যদি কোনও বিশেষ প্রশ্ন থাকে তাহলে তারা একটি নির্দিষ্ট নম্বরে ফোন করে তা জানাতে পারেন ৷ ফোন করলে প্রসূতিদের করা প্রশ্নগুলি ওই সংস্থার সার্ভারে রেকর্ড হয়ে যাবে ৷ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, এর পরে সংস্থা থেকে ফোন করে প্রসূতিদের প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হবে ৷ তিনি আরও জানান, বাংলা এবং সাঁওতালি দুই ভাষাতেই এই পরিষেবাটি পাওয়া যাবে ৷ খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশি রাজ্যগুলিও এই পরিষেবাটি উপভোগ করতে পারবে ৷
advertisement