TRENDING:

নারী নিরাপত্তায় মোবাইলে ‘প্যানিক’ বোতাম !

Last Updated:

নারী নিরাপত্তায় এবার মোবাইল বটন ! এমনই এক পরামর্শ দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন মোবাইল প্রস্তুতকার সংস্থার সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ মানেকা গান্ধির এই প্রস্তাবে সাড়াও দিয়েছেন মোবাইল সংস্থার কর্তারা ৷ নতুন বছরের মার্চ মাস থেকেই মোবাইলে শুরু হতে পারে এই ব্যবস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নারী নিরাপত্তায় এবার মোবাইল বটন ! এমনই এক পরামর্শ দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন মোবাইল প্রস্তুতকার সংস্থার সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ মানেকা গান্ধির এই প্রস্তাবে সাড়াও দিয়েছেন মোবাইল সংস্থার কর্তারা ৷ নতুন বছরের মার্চ মাস থেকেই মোবাইলে শুরু হতে পারে এই ব্যবস্থা ৷
advertisement

দেশের নানা জায়গায় ধর্ষণ কাণ্ড, ইভ টিজিং ক্রমাগত বেড়েই চলছে ৷ এই অবস্থায় নারীদের নিরাপত্তা বার বারই পড়ছে প্রশ্নের মুখে ৷ উন্নত নেটওয়ার্কিংর যুগে, তাই মোবাইলকে সঙ্গে নিয়েই নিরাপত্তার ক্ষেত্রে নতুন এই পদক্ষেপের কথা ভেবেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ তাঁর মতে, ‘প্রায় এক বছর ধরে নানা ভাবে, নানা রকম আলোচনা চলছিল ৷ মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বহুবার আলোচনা হয়েছে ৷ কিন্তু কোনও ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না ৷ শেষমেশ আমরা সবাই একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম ৷ আশা করি এই প্যানিক বটন নারী নিরাপত্তাকে সুদৃঢ় করবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

মানেকা গান্ধি জানিয়েছেন, ‘কোনও মহিলা যদি বিপদে পড়েন, তাহলে এই প্যানিক বটন টিপলেই সাহায্যের মেসেজ পৌঁছে যাবে পুলিশের কাছে ৷’ মোবাইল প্রস্তুতকারত সংস্থাগুলোর মতে, প্রাথমিক ক্ষেত্রে এই সুবিধা পাওয়ার জন্য একটি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে, যা কিনা মোবাইলে ডাউনলোড করলেই হবে ৷ ভবিষ্যতে শুধুমাত্র স্মার্ট ফোন নয়, যেকোনও মোবাইলেই স্থায়ীরূপে ‘প্যানিক বটন’-এর ব্যবস্থা থাকবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নারী নিরাপত্তায় মোবাইলে ‘প্যানিক’ বোতাম !