আরও পড়ুনঃ শীতে সাপ, টিকটিকি উধাও! কোথায় যায় এই প্রাণীরা? রহস্যের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে থাইল্যান্ডে আয়োজিত মহাসমারোহে গতবারের মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগের হাত থেকে মুকুট গ্রহণ করেন ফাতিমা। বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতার খ্যাত মিস ইউনিভার্সে এ বছর অংশ নেন ১২০ দেশের প্রতিনিধি।
advertisement
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বায়ার্ন, উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর। ইভনিং গাউন রাউন্ডে ঘোষিত টপ ১২–তে ছিলেন নীচের দেশগুলির প্রতিযোগী, গুয়াডেলুপ, কলম্বিয়া, কিউবা, মাল্টা, কোট দিভোয়ার, মেক্সিকো, পুয়ের্তো রিকো, চিলি, থাইল্যান্ড, ফিলিপাইন্স, চিন, ভেনেজুয়েলা। এর আগে অনুষ্ঠিত হয় সুইমস্যুট রাউন্ড, যেখানে ভারতের মিস ইউনিভার্স প্রতিনিধি মানিকা বিষ্কর্মা প্রতিযোগিতা থেকে বিদায় নেন।
