TRENDING:

মিস ইন্ডিয়া ফাইনালের পথে কলকাতার ১৪

Last Updated:

যে সমস্ত প্রতিযোগীরা কলকাতার ফাইনাল পর্বে জায়গা পেলেন, তাঁরা হলেন- অনিন্দিতা দেবনাথ, মিশমি দাস, কস্তুরি বরকটোকি, রিদিমা সংগটানি, অনিন্দিতা দেবনাথ, নম্রতা শর্মা, আদিয়া নীরজ, শ্যারন রোজ, স্বাতী জয়সওয়াল, সুস্মিতা রায়, দিব্যা রাশমি দেবী, পার্ল আলমেডিয়া, পুজা মিশ্র এবং আরাধনা বুরাগোহেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  সারা বছর হয়তো গোটা দেশজুড়ে বিউটি পেজেন্টসের কোনও অভাব থাকে না ৷ ছোট-বড় ট্যালেন্ট হান্ট , শো লেগেই থাকে সর্বত্র ৷ মডেল বা অভিনেত্রীর সংখ্যাও সারা দেশে এখন অসংখ্য ৷ সবার লক্ষ্য একটাই, এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির গোলকধাঁধায় হারিয়ে না গিয়ে সাফল্যের শিখরে পৌঁছনো ৷ কিন্তু এই পথ যে মোটেই তেমন মসৃণ নয় ৷ যে কোনও পেশায় সাফল্য পেতে হয়তো ‘শর্টকাট’ ব্যবহার করাটা ঝুঁকি হয়ে যেতে পারে ৷ কিন্তু এখানেই বাকিদের থেকে অনেকটা আলাদা ‘মিস ইন্ডিয়া’ ৷ এটি এমনই একটি সুন্দরী প্রতিযোগীতা , যা অবশ্যই রাতারাতি আপনাকে গ্ল্যামার ইন্ডাস্ট্রির মগডালে চড়ার সুযোগ করে দিতে পারে ৷ তাই এই সুযোগ কি আর নষ্ট করা যায় ! বেঙ্গালুরুতে প্রথম সিটি পেজেন্ট পর্ব শেষ ৷ এবার পালা কলকাতার ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র এই শহরেই অডিশন দিতে এসেছিলেন ১০০-রও বেশি প্রতিযোগী ৷ সেখান থেকেই বেছে নেওয়া হল সেরা ১৪ মুখকে ৷ যাঁরা আগামী ১৪ তারিখ র‍্যাম্প মাতাতে নামবে সেরার লড়াইয়ে ৷
advertisement

কলকাতার অডিশন পর্বে শুধু এই শহরই নয় ৷  হায়দরাবাদ, জয়পুর, ইন্দোর, চণ্ডীগড়, দেরাদুন, আমেদাবাদ, গোয়া, মুম্বই-এর মতো দেশের প্রায় সব জায়গা থেকেই ভিড় জমিয়েছিলেন প্রতিযোগীরা ৷ সারা দিন জুড়ে অডিশনের পর শেষপর্যন্ত ১৮ জন প্রতিযোগীকে প্রশ্নোত্তর পর্বের জন্য বাছাই করে নেন বিচারকরা ৷ সেখান থেকেই শেষপর্যন্ত সেরা ১৪জনের তালিকা চূড়ান্ত করেন বিচারকদের প্যানেলে থাকা প্রাক্তন মিস ইন্ডিয়া এবং ফ্যাশন ডিজাইনার কোমল সুদ, শিবালিকা শর্মা, নতাশা গ্রোভার এবং মিস ইন্ডিয়া সুপ্রান্যাশনাল ২০১৫ আফরিন ভাজ ৷ মুম্বইয়ের বাছাই পর্বের জন্য এফবিবি ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিতে নিতে সফল  গুয়াহাটির এমবিএ স্টুডেন্ট রাজকন্যা বরুয়া ৷ যে সমস্ত প্রতিযোগীরা কলকাতার ফাইনাল পর্বে জায়গা পেলেন, তাঁরা হলেন- অনিন্দিতা দেবনাথ, মিশমি দাস, কস্তুরি বরকটোকি, রিদিমা সংগটানি, অনিন্দিতা দেবনাথ, নম্রতা শর্মা, আদিয়া নীরজ, শ্যারন রোজ, স্বাতী জয়সওয়াল, সুস্মিতা রায়, দিব্যা রাশমি দেবী, পার্ল আলমেডিয়া, পুজা মিশ্র এবং  আরাধনা বুরাগোহেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিবেদন ও ছবি: সিদ্ধার্থ সরকার

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মিস ইন্ডিয়া ফাইনালের পথে কলকাতার ১৪