কলকাতার অডিশন পর্বে শুধু এই শহরই নয় ৷ হায়দরাবাদ, জয়পুর, ইন্দোর, চণ্ডীগড়, দেরাদুন, আমেদাবাদ, গোয়া, মুম্বই-এর মতো দেশের প্রায় সব জায়গা থেকেই ভিড় জমিয়েছিলেন প্রতিযোগীরা ৷ সারা দিন জুড়ে অডিশনের পর শেষপর্যন্ত ১৮ জন প্রতিযোগীকে প্রশ্নোত্তর পর্বের জন্য বাছাই করে নেন বিচারকরা ৷ সেখান থেকেই শেষপর্যন্ত সেরা ১৪জনের তালিকা চূড়ান্ত করেন বিচারকদের প্যানেলে থাকা প্রাক্তন মিস ইন্ডিয়া এবং ফ্যাশন ডিজাইনার কোমল সুদ, শিবালিকা শর্মা, নতাশা গ্রোভার এবং মিস ইন্ডিয়া সুপ্রান্যাশনাল ২০১৫ আফরিন ভাজ ৷ মুম্বইয়ের বাছাই পর্বের জন্য এফবিবি ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিতে নিতে সফল গুয়াহাটির এমবিএ স্টুডেন্ট রাজকন্যা বরুয়া ৷ যে সমস্ত প্রতিযোগীরা কলকাতার ফাইনাল পর্বে জায়গা পেলেন, তাঁরা হলেন- অনিন্দিতা দেবনাথ, মিশমি দাস, কস্তুরি বরকটোকি, রিদিমা সংগটানি, অনিন্দিতা দেবনাথ, নম্রতা শর্মা, আদিয়া নীরজ, শ্যারন রোজ, স্বাতী জয়সওয়াল, সুস্মিতা রায়, দিব্যা রাশমি দেবী, পার্ল আলমেডিয়া, পুজা মিশ্র এবং আরাধনা বুরাগোহেন ৷
advertisement