মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট (Interventional Cardiologist ) বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ড. দিলীপ কুমার বলেন, “নতুন বায়ো রিজর্বেবল স্ক্যাফোল্ড পদ্ধতি চিকিৎসা ক্ষেত্রে নতুন যুগ নিয়ে এসেছে। রক্তনালী বা ধমনী সঙ্কীর্ণ হয়ে কাজ করা বন্ধ করে দিলে এই প্রযুক্তি দিয়ে তা স্বাভাবিক করা সম্ভব। বিশেষ করে হৃৎপিণ্ডের পেশিতে রক্তসঞ্চালন বন্ধ হয়ে গেলে তা পুনরুদ্ধারে সহায়তা করবে এই প্রযুক্তি। এটি একটি ছোট জালওয়ালা টিউবের মতো দেখতে।”
advertisement
মেডিকা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. রবিন চক্রবর্তী বলেন, “এই প্রযুক্তি নিয়ে আসার জন্য মেডিকা হাসপাতাল সামনে থেকে লড়াই করেছে। কলকাতার মেডিকা এই নতুন প্রযুক্তির সাহায্যে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের মানুষদেরও ভালো পরিষেবা দিতে পারবে।”
অ্যাঞ্জিওপ্লাস্ট রোগীর চিকিৎসার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির স্রষ্টা মেরিল লাইফ সায়েন্সেস। এই সংস্থা বিশ্বের মধ্যে প্রথম ১০০ মাইক্রন থিন স্ট্রাট স্ক্যাফোল্ড পরিষেবা দিচ্ছে, যা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) এবং ইউরোপের সিই (CE) দ্বারা অনুমোদন পেয়েছে। এর কার্যকারিতা নিয়ে ভারত-সহ গোটা বিশ্বে গবেষণা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে অ্যাঞ্জিওপ্লাস্ট রোগীর চিকিৎসায় আশার আলো দেখা যাচ্ছে এই প্রযুক্তির হাত ধরে।