TRENDING:

কেমিক্যাল নয়, এ বার ঘরোয়া পদ্ধতিতেই চুল রং করুন

Last Updated:

চুলের রং বহুদিন ধরেই ফ্যাশন ইন৷ আর সেই ইন ফ্যাশনে আপনি থাকবেন না তাও আবার হয় নাকি? কিন্তু চিকিৎসকরা বলছেন বাজার চলতি কেমিক্যাল ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চুলের রং বহুদিন ধরেই ফ্যাশন ইন৷ আর সেই ইন ফ্যাশনে আপনি থাকবেন না তাও আবার হয় নাকি? কিন্তু চিকিৎসকরা বলছেন বাজার চলতি কেমিক্যাল ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর৷ এমনকী এই রং থেকে নাকি হতে পারে ক্যানসারও৷ ফলে কেমিক্যাল রং থেকে দূরে থাকাই ভাল৷ কিন্তু তার জন্য ফ্যাশন হবে না তাও কী হয় নাকি?
advertisement

♣ আপনার জন্য রইল বাড়িতেই চুলের রং তৈরির উপায়-

• লাল রঙের জন্য ব্যবহার করুন বিট আর গাজর৷ বিটে থাকে

আয়রন, গাজরে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট৷ বিট আর গাজরের জুস তৈরি

করে নিয়ে একটি স্প্রেয়ার দিয়ে সমস্ত চুলে স্প্রে করুন৷ বিট-গাজরের

প্যাক তৈরি করেও তা লাগাতে পারেন চুলে৷ ৩০ মিনিট রেখে ধুয়ে

advertisement

ফেলুন৷ তফাৎটা নিজের চোখে দেখতে পাবেন৷

• হেনার টোটকা প্রায় সকলেরই জানা৷ তবে প্যাকেটজাত হেনা ব্যবহার

না করে হেনা বা মেহন্দি পাতা বেটে, তার মধ্যে খয়ের বা চায়ের

লিকার মিশিয়ে তা চুলে লাগান৷ আর অবিশাস্য ফল পান৷ হেনা চুলে রং

করার পাশাপাশি চুলকে কন্ডিশনিং করতেও সাহায্য করে৷

• ইষদোষ্ণ জলে এক টেবলস্পুন স্যাফ্রন গুলে ঠাণ্ডা হতে দিন৷ ঠাণ্ডা হলে

advertisement

ভাল করে চুলে লাগিয়ে ফেলুন৷ শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন৷

• এ বার থেকে আখরোট খেয়ে খোসাটা ফেলবেন না৷ কারণ ওই খোসা

দিয়েই আপনার চুলের রং হয়ে যাবে গাঢ় বাদামি৷ আখরোটের খোসা

ফেলে না দিয়ে কিছুক্ষণ়ে জলে ফোটান৷ এ বার নামিয়ে ঠাণ্ডা হতে দিন৷

ঠাণ্ডা হলে তা ভাল করে চুলে লাগিয়ে ফেলুন৷ শুকিয়ে গেলে শ্যাম্পু করে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিন৷ দুর্দান্ত রং হবে চুলে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেমিক্যাল নয়, এ বার ঘরোয়া পদ্ধতিতেই চুল রং করুন