♣ আপনার জন্য রইল বাড়িতেই চুলের রং তৈরির উপায়-
• লাল রঙের জন্য ব্যবহার করুন বিট আর গাজর৷ বিটে থাকে
আয়রন, গাজরে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট৷ বিট আর গাজরের জুস তৈরি
করে নিয়ে একটি স্প্রেয়ার দিয়ে সমস্ত চুলে স্প্রে করুন৷ বিট-গাজরের
প্যাক তৈরি করেও তা লাগাতে পারেন চুলে৷ ৩০ মিনিট রেখে ধুয়ে
advertisement
ফেলুন৷ তফাৎটা নিজের চোখে দেখতে পাবেন৷
• হেনার টোটকা প্রায় সকলেরই জানা৷ তবে প্যাকেটজাত হেনা ব্যবহার
না করে হেনা বা মেহন্দি পাতা বেটে, তার মধ্যে খয়ের বা চায়ের
লিকার মিশিয়ে তা চুলে লাগান৷ আর অবিশাস্য ফল পান৷ হেনা চুলে রং
করার পাশাপাশি চুলকে কন্ডিশনিং করতেও সাহায্য করে৷
• ইষদোষ্ণ জলে এক টেবলস্পুন স্যাফ্রন গুলে ঠাণ্ডা হতে দিন৷ ঠাণ্ডা হলে
ভাল করে চুলে লাগিয়ে ফেলুন৷ শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন৷
• এ বার থেকে আখরোট খেয়ে খোসাটা ফেলবেন না৷ কারণ ওই খোসা
দিয়েই আপনার চুলের রং হয়ে যাবে গাঢ় বাদামি৷ আখরোটের খোসা
ফেলে না দিয়ে কিছুক্ষণ়ে জলে ফোটান৷ এ বার নামিয়ে ঠাণ্ডা হতে দিন৷
ঠাণ্ডা হলে তা ভাল করে চুলে লাগিয়ে ফেলুন৷ শুকিয়ে গেলে শ্যাম্পু করে
নিন৷ দুর্দান্ত রং হবে চুলে৷