স্বাধীনতা দিবস মানে জাতীয় পতাকাই থিম। সেই তিরঙ্গার ছোঁয়া থাক মেকআপেও। তবে মেকআপ কিটের প্রোডাক্টগুলো ব্যবহার করে আরও অনেক কিছুই করা যায়। এখানে পাঁচটি সহজ অথচ উৎকৃষ্ট ১৫ আগস্টের মেকআপ লুক নিয়ে আলোচনা করা হল।
আরও পড়ুন: পাতে তেজপাতা পড়লে ফেলে দেন, না করাই ভাল, কেন জানলে অবাক হবেন!
advertisement
লুক ১: স্লিম অ্যাঙ্গেল আইব্রো পেনসিল দিয়ে ভুরু আঁকতে হবে। ভুরুতেই থাকবে জাতীয় পতাকার ছোঁয়া। কাজটা খুব কঠিন নয়। প্রথমে চোখের পাতায় গেরুয়া আই শ্যাডো লাগাতে হবে। নিচের ল্যাশ লাইনে ব্যবহার করতে হবে সবুজ আই শ্যাডো। সঙ্গে ঠোঁটে লাগাতে হবে গেরুয়া-বেইজ লিপস্টিক। ব্যস, মুখেই ফুটে উঠবে জাতীয় পতাকা।
লুক ২: এই লুক মুখে অন্য মাত্রা যোগ করবে। চোখের পাতায় গেরুয়া আই শ্যাডো দিয়ে স্মাজ করে দিতে হবে।এবার কনসিলার দিয়ে কাট ক্রিজ করে সাদা আই শ্যাডো দিয়ে সেটা সেট করতে হবে। শেষ ধাপে ব্যবহার করতে হবে সবুজ আই শ্যাডো। এটা উইংড আইলাইনার লুক এনে দেবে। এর সঙ্গে চোখে কাজলও লাগানো যায়।
আরও পড়ুন: চারটি খারাপ ব্রেকফাস্টের অভ্যাস ডায়বটিসের ঝুঁকি মারাত্মক হারে বৃদ্ধি করে
লুক ৩: এই লুকের জন্য চোখের পাতায় সবুজ আই শ্যাডো লাগাতে হবে। আর ওয়াটারলাইনে ব্যবহার করতে হবে সিলভার আইলাইনার পেনসিল। এর সঙ্গে চোখে ঘন ভাব আনার জন্য মাসকারা ব্যবহার করা যায়। এর সঙ্গে ঠোঁটে লাগাতে হবে প্রবাল শেডের লিপস্টিক।
লুক ৪: এই মেকআপ শুধু গ্ল্যামারাস নয়, আভিজাত্যে ভরপুর। প্রথমে হালকা করে ভুরু এঁকে নিতে হবে। তারপর ডান চোখের পাতা এবং ওয়াটারলাইনে ব্যবহার করতে হবে গেরুয়া রঙের আই শ্যাডো। এরপর চোখের পাতা এবং বাম চোখের ওয়াটারলাইনে লাগাতে হবে সবুজ আই শ্যাডো। ল্যাশ লাইন সোজা রাখতে এবং চোখকে আরও উজ্জ্বল করতে এরপর লাগাতে হবে নীল আইলাইনার। এর সঙ্গে থাকুক ম্যাট গোলাপি লিপস্টিক। মনে রাখতে হবে, সাহসী এবং আকর্ষণীয় মেকআপ যে কোনও চেহারায় বিস্ময়কর কাজ করে।
লুক ৫: ঠোঁটে থাকুক টিন্টেড লিপ বাম। ঠোঁটের প্রাকৃতিক রঙ আরও গাঢ় হোক। এবার সেটিং স্প্রে দিয়ে আঙুলগুলো ভিজিয়ে নিয়ে কমলা, সাদা এবং সবুজ আইশ্যাডোতে ডুবিয়ে নিতে হবে। তারপর আড়াআড়িভাবে আঙুলগুলো বুলিয়ে নিতে হবে গালে। হ্যাঁ, একেবারে বাচ্চা বেলায় যেভাবে গালে জাতীয় পতাকা আঁকা হত সেভাবেই। এর সঙ্গে নেভি ব্লু রঙের টিপ আর সাদা শাড়ি পরে নিলেই মেকআপ শেষ।