বাণী কুমারের পিতা বিধুভূষণ ভট্টাচার্য ও মায়ের নাম অপর্ণা ভট্টাচার্য ( ঘোষাল)। বাণীকুমারের পিতৃদত্ত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। তিনি ১৯০৭ খ্রিস্টাব্দের ২৩ নভেম্বর হাওড়ার কানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ও ইতিহাসবিদ বিধুভূষণ ভট্টাচার্য এবং মা অপর্ণা ভট্টাচার্য। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে জ্যেষ্ঠপুত্র ছিলেন বাণীকুমার। তাঁদের আদি নিবাস ছিল হুগলির আঁটপুরে।
advertisement
জানা যায়, বাণী কুমার হাওড়া জেলা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। সেখানে তিনি শিক্ষক ও কবি করুণানিধন বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে এসে কবিতায় মনোনিবেশ করেন। এর পর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন। পরবর্তীতে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেন এবং কাব্য সরস্বতী উপাধি লাভ করেন।
আরও জানা জয়, ১৯২৭ সালে ১ নং গার্স্টিন প্লেসে কলকাতা রেডিও স্টেশন প্রতিষ্ঠিত হলে তিনি রেডিও স্টেশনে যোগদান করেন। সেই সময় রেডিও স্টেশনের ভারতীয় আনুষ্ঠানিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ মজুমদারের আগ্রহে রাইচাঁদ বড়াল , পঙ্কজ মল্লিক , বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং অন্যান্য শিল্পীরা যোগদান করেন। বৈদ্যনাথ ভট্টাচার্য লেখক, শিল্পী হিসেবে যোগদান করেন এবং বাণী কুমার নামে তার রেডিও কেরিয়ার শুরু করেন। তিনি মহিষাসুরমর্দিনী রেডিও অনুষ্ঠানের স্রষ্ঠা এবং সুরকার হিসেবে সর্বাধিক পরিচিত ।
দুর্গাপুজো মানে মহালয়া আর মহালয়া মানেই বাংলা ও বাঙালির মনে মহিষাসুরমর্দিনী। ১৯৭৩ সালে আকাশবাণীতে সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী রচনা করেন বাণী কুমার। গ্রন্থনা ও শ্লোক পাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সঙ্গীত পরিচালনায় পঙ্কজ কুমার মল্লিক।