আর ঠিক তেমনটাই হয়েছে। ম্যাগি লাড্ডুর রেসিপি সোশ্যাল মিডিয়ায় আসা ইস্তক, নেটিজেনরা রেগে কাঁই হয়ে আছেন। অনলাইনে দেখা যাচ্ছে মিষ্টি আর ঝাল দুই স্বাদেই ম্যাগি লাড্ডুর রেসিপি। মিষ্টি ম্যাগি লাড্ডু তৈরি হয়েছে গুড়, মাখন আর এলাচ দিয়ে। গুড়, মাখন আর এলাচ পাউডার একটি পাত্রে গরম করে তার মধ্যে শুকনো অর্থাৎ কাঁচা ম্যাগি গুঁড়ো করে দিয়ে মিশিয়ে দিতে হবে। একটা মিক্সচার তৈরি করে তার পর সেটা বলের আকারে গড়ে নিতে হবে।
advertisement
https://www.youtube.com/watch?v=hnzVpvKjdgY&feature=emb_imp_woyt
যেটা ঝাল ম্যাগি লাড্ডু সেটা অনেকটা পকোড়ার মতো। খেতে হয় সস বা চাটনি দিয়ে। এখানে ম্যাগি সেদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে ক্যাপসিকাম, চিজ, ব্রেড ক্রাম্ব, লাল লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক ও ওরিগানো। সব মিশিয়ে একটা মণ্ড তৈরি করে ময়দায় মাখিয়ে পাকোড়ার মতো ভেজে নিতে হবে।
https://www.youtube.com/watch?v=1FN3tTnlHRo&feature=emb_imp_woyt
আর এই সব দেখশুনে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ম্যাগির মতো সুস্বাদু খাবার নিয়ে এই এক্সপেরিমেন্ট করা অপরাধের সামিল বলে মনে করছেন তাঁরা।
https://twitter.com/ZeniaIrani/status/1382381946681053187?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1382381946681053187%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmaggi-ladoo-bizarre-food-recipe-has-left-desi-twitter-with-a-bad-taste-3646232.html
অনেকে তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছেন না যে এমন খাবারও এই দুনিয়ায় হতে পারে। একজন নেটিজেন তো বলেই বসলেন যে বর্তমানে এই পৃথিবীতে দুঃখের অভাব নেই, বাড়তি দুঃখের প্রয়োজন কীসের?
কেউ বলেছেন ইশ্বর যেন তাঁকে তুলে নেন! আবার কেউ বলেছেন যে এইরকম রান্নার চিন্তা করাটাই ভয়ঙ্কর।
https://twitter.com/shivzi/status/1382385620639649792?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1382385620639649792%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmaggi-ladoo-bizarre-food-recipe-has-left-desi-twitter-with-a-bad-taste-3646232.html
লকডাউন খুঁড়ে বের করেছে সুপ্ত প্রতিভা। সবাই এখন হাতা খুন্তি নিয়ে সেফ হয়েছেন। তৈরি হচ্ছে আঙুরের পিৎজা থেকে শুরু করে পপকর্ন স্যালাড। কিন্তু ম্যাগির সঙ্গে এই উদ্ভট এক্সপেরিমেন্ট মেনে নিচ্ছেন না কেউই।