দেখে নেওয়া যাক কাদের নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন—
ধূমপায়ী:
ভারতে ফুসফুসের ক্যানসার নির্ণয়ের সময় দেখা যায়, ৭৩-৯৩ শতাংশ পুরুষ এবং ২৩- ৫০ শতাংশ মহিলা ধূমপায়ী ছিলেন। পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যানসারে মৃত্যুতে প্রায় ৫৯ শতাংশ দায়ী ধূমপান। মহিলাদের মধ্যে ১৫ শতাংশ। দীর্ঘস্থায়ী এবং ভারী ধূমপানের ফলে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। যাঁরা ২০ বছর ধরে ধূমপান করছেন বা যাঁরা গত গত ১৫ বছরের মধ্যে ধূমপান ছেড়েছেন তারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
advertisement
আরও পড়ুন: রোজ দাঁত মাজার মতোই করতে হবে ব্যায়াম, ১০ মিনিটের ওয়ার্কআউটে যা লাভ ভাবা যায় না!
ফুসফুসের ক্যানসারের ইতিহাস:
পাঁচ বছরেরও বেশি আগে ফুসফুসের ক্যানসারের জন্য চিকিৎসা করা হলে থাকলে, তা আবার ফিরে আসতে পারে। এজন্য নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন। ফুসফুসের ক্যানসারের পারিবারিক ইতিহাসও ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যখন ধূমপানের মতো কারণ তার সঙ্গে মিলিত হয়। দুই বা ততোধিক নিকট আত্মীয় (ভাইবোন, পিতামাতা বা সন্তান) ফুসফুসের ক্যানসারে ভুগলে ঝুঁকি আরও বাড়ে।
দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা:
সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-এর মতো অবস্থার মানুষ ফুসফুসের প্রদাহ এবং ক্ষতির কারণে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন
বয়স:
ফুসফুসের ক্যানসার হওয়ার ঝুঁকি বয়সের সঙ্গে বৃদ্ধি পায়। ৫০ থেকে ৮০ বছরের মধ্যে এই ঝুঁকি সব থেকে বেশি। দিল্লির এক হাসপাতালের অধীনে হওয়া গবেষণায় দেখা গিয়েছে, ভারতীয়দের মধ্যে ফুসফুসের ক্যানসার গত এক দশকে অনেকটা বেড়েছে পশ্চিমা দেশগুলির তুলনায়।
সার্বিক স্বাস্থ্য:
অন্য কোনও গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলেও নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন। জটিল অস্ত্রোপচার হয়ে থাকলে সতর্ক হতে হবে।
উচ্চ বায়ু দূষণ:
তামাকের বাইরে ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ বায়ু দূষণ হতে পারে। বাতাসে ভাসমান কণা ও অন্য দূষণ সৃষ্টিকারী পদার্থের সংস্পর্শে দীর্ঘদিন এলে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ক্যানসার বাড়িয়ে দিতে পারে। রেডন, অ্যাসবেস্টস এবং নির্দিষ্ট ডিজেল নিষ্কাশনও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশেষত যাঁরা ধূমপান করেন।
অবিরাম কাশি, কাশিতে রক্ত, বা হঠাৎ ওজন হ্রাসের মতো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যেতে হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক সনাক্তকরণ চিকিৎসায় সাহায্য করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F