TRENDING:

মাথায় মুকুট-গলায় হার-হাতে ধানের শিস, মা লক্ষ্মী গুটি গুটি পায়ে আসছেন ঘরে ঘরে

Last Updated:

প্রতিটি বাড়িতেই মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ কোজাগরী লক্ষ্মীপুজো ৷ ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত গৃহবধূরা ৷ বাড়ির বউদের সাহায্য করতে বাড়ির সবাই সাহায্য করছেন ৷ উৎসবের আবহে গোটা দেশ মেতেছে ৷ গৃহস্থের সুখ ও সমৃদ্ধির কারণেই ঘরে ঘরে লক্ষ্মীপুজোর প্রচলন হয়েছে ৷ জীবনের বিভিন্ন প্রান্তের সমৃদ্ধির জন্যই লক্ষ্মীপুজোর প্রচলন হয়ে থাকে ৷
advertisement

দুর্গাপুজোর পরেই পূর্ণিমা তিথিতেই এই পুজো হয়ে থাকে ৷ ধানশিস দিয়ে পুরো সিংহাসন সাজিয়ে আলপনা এঁকে, ঘট স্থাপন করে, ফুলের মালায় মায়ের পুজো করার রীতি চলে আসছে যুগ যুগ ধরে ৷ তবে প্রাণের পুরুষ বা মহীয়সীদের আদর্শ করেই জীবনের বৈতরণী পার হতে হয় সবাইকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা ৷ সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি দেখতে পাওয়া গিয়েছে যেখানে একটি ছোট্ট মেয়ে মা লক্ষ্মীর বেশে হাতে লক্ষ্মীর ঝাঁপি কোমরে ধানের শিস বেঁধে ঘরে আসছে স্বয়ং মা ৷ চোখ বন্ধ করলে মনে হবে প্রত্যেকের মনে মা লক্ষ্মীর যে রূপ ভেসে ওঠে ঠিক তার থেকে আলাদা অনুভূতি আসবে না কোনও ভাবেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাথায় মুকুট-গলায় হার-হাতে ধানের শিস, মা লক্ষ্মী গুটি গুটি পায়ে আসছেন ঘরে ঘরে