TRENDING:

সাবধান! এই ৬ কারণে পিছিয়ে যেতে পারে মাসিক, জেনে নিন

Last Updated:

জেনে নিন মাসিক পিছিয়ে যাওয়ার কিছু বিশেষ কারণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেকেরই সময় মত পিরিয়ড হয় না । প্রতিমাসেই প্রায় ডেট পেরিয়ে যায় । কিন্তু কিছুতেই সমস্যার কারণ খুঁজে পাচ্ছেন না।  কিছু বিশেষ কারণের জন্য সময় মত পিরিয়ড হয় না বা পিছিয়ে যেতে পারে। তবে অবশ্যই সময় মত পিরিয়ড না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement

জেনে নিন মাসিক পিছিয়ে যাওয়ার কিছু বিশেষ কারণ-

১) মানসিক চাপ বা স্ট্রেস- অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেসের ফলে মাসিক পিছিয়ে যেতে পারে। যে মহিলাদের অতিরিক্ত মানসিক চাপ রয়েছে , তারাই এই সমস্যায় বেশি ভোগেন।

আরও পড়ুন: শীতকালে শুষ্ক ত্বকের সমস্যায় নাজেহাল? এই তেল মাখলেই মিলবে সমাধান

advertisement

২)ওজন কম হওয়া- যাদের ওজন অত্যন্ত কম। তাদের মাসিক পিছিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়

৩)ওজন বেড়ে যাওয়া- ওজন কমে যাওয়ার মত ওজন বেড়ে গেলেও মাসিক পিছিয়ে যেতে পারে । ওজন বেড়ে গেলে শরীরে ইস্ট্রোজেনের পরিমান বাড়তে থাকে যার ফলে মাসিকের ওপর প্রভাব পড়ে ।

আরও পড়ুন: শীতকালে সর্দি, কাশি লেগেই থাকে? ইমিউনিটি বাড়াতে ব্যবহার করুন এই উপাদান

advertisement

৪)প্রিমেনোপজ-মেনোপজের বয়স সাধারণত ৫০ থেকে ৫২। কিন্তু বিভিন্ন কারণের ফলে সময়ের আগেই মেনোপজ হতে পারে যাকে প্রিমেনোপজ বলে। তাইএই সময় ইস্ট্রোজেনের প্রভাবের ফলে মাসিকের সময়ের পরিবর্তন হতে পারে।

৫)বার্থ কন্ট্রোল পিল- গর্ভনিরোধক ওষুধ খাওয়ার ফলেও মাসিক হতে দেরি হতে পারে। তাই  যারা নিয়মিত গর্ভনিরোধক বড়ি খান তাদের মাসিকের দেরি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

advertisement

৬) রক্তাল্পতা- যাদের রক্তাল্পতা আছে তাদের অবশ্যই আয়রনের অভাবে পিরিয়ড পিছিয়ে যেতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবধান! এই ৬ কারণে পিছিয়ে যেতে পারে মাসিক, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল