TRENDING:

বাড়িতেই শ্যাম্পু বানাতে চান? নামি-দামি ব্র্যান্ডকেও হার মানাবে এই হোমমেড অ্যালোভেরার জেল

Last Updated:

চাইলে বাড়িতেই বানাতে পারবেন অ্যালোভেরার শ্যাম্পু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অ্যালোভেরা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল। ত্বক বা চুল ভাল রাখতে অ্যালোভেরার ব্যবহার অনেকেই করেন। সেক্ষেত্রে বাজার থেকে কেনা অ্যালোভেরার জেলের থেকে গাছ থেকে তুলে আনা অ্যালোভেরার পাতার রসকেই প্রাধান্য দেন বেশিরভাগ মানুষ। কিন্তু চুলের যত্নে অ্যালোভেরার শ্যাম্পুর উপকার অপরিসীম।
advertisement

চাইলে বাড়িতেই বানাতে পারবেন অ্যালোভেরার শ্যাম্পু। আসুন জেনে নেওয়া  যাক  এই বিশেষ শ্যাম্পু তৈরি করার উপায়।

অ্যালোভেরা শ্যাম্পু বানাতে লাগবে বেশ কয়েকটি অ্যালোভেরার পাতা, সামান্য মধু ও অ্যাপেল সাইডার ভিনিগার ।

প্রথমে একটি কাপে অ্যালোভেরা জেল নিতে হবে।

আরও পড়ুন: মেদহীন টানটান পেট পেতে চান? এই নিয়ম মানলে রোগা হবেন সহজেই

advertisement

এরপর এই জেলটিতে কিছুটা মধু মেশাতে হবে এবং সামান্য অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে ভাল করে ব্লেন্ড করতে হবে।

মিশ্রণটিকে ততক্ষণ ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি থেকে ফ্যানা বের হচ্ছে।

এবার এই মিশ্রণটিতে নিজের পছন্দ মত এসেনশিয়াল অয়েল মেশাতে হবে। যেমন- জোজবা বা রোজমেরি অয়েলও মেশানো যেতে পারে।

আরও পড়ুন: ক্লান্তি কাটছে না? ওমেগা ৩-এর ঘাটতি হতে পারে, এই লক্ষণগুলি দেখলে অবশ্যই সাবধান হন

advertisement

এরপর এই মিশ্রণটি  পরিষ্কার কন্টেনারে ভরে তুলে রাখতে হবে।

অ্যালোভেরা চুলের স্বাস্থ্য ভাল রাখে ও চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। অ্যালোভেরা  ও অ্যাপেলসাইডার ভিনিগার চুলের যেকোনও সমস্যা থেকে মুক্তি দেয়। অ্যাপেল সাইডার ভিনিগার চুলের গোড়ায় হওয়া ফাংগাল ইনফেকশন থেকেও মুক্তি দিতে পারে। তাই সুস্থ, লম্বা একরাশ ঘন চুল পেতে এই ঘরোয়া শ্যাম্পুটি ব্যবহার করা যেতেই পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাড়িতেই শ্যাম্পু বানাতে চান? নামি-দামি ব্র্যান্ডকেও হার মানাবে এই হোমমেড অ্যালোভেরার জেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল