TRENDING:

ত্বক ও চুল ভাল রাখতে গুড়! এই উপাদান ব্যবহার করলে দেখতে পাবেন মিনিটেই ম্যাজিক

Last Updated:

আসুন জেনে নেওয়া যাক যে ত্বকের যত্নে গুড় ব্যবহার করার কিছু নিয়ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেকেই গুড় খেতে ভালবাসেন। দুপুর বা রাতের খাবারে  গুড়  না হলে চলে না এরকম মানুষের সংখ্যা কম নেই ।   কিন্তু জানেন কী?  শুধু  খাবার হিসেবেই নয়, ত্বক ও চুলের যত্নেও গুড়  অত্যন্ত উপকারী।
advertisement

গুড়ের সাহায্যে মিনিটের মধ্যে ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ান যেতে পারে ।পুষ্টিগুণে ভরপুর, অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের সেরা উৎস হিসেবে  বিবেচিত হয় এই উপাদান। যার কারণে গুড়ের ব্যবহার স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুল সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে পারে ।

আরও পড়ুন: কোলেস্টেরল থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি? একদম অবহেলা করবেন না, অবশ্যই জানুন

advertisement

আসুন জেনে নেওয়া যাক যে ত্বকের যত্নে গুড় ব্যবহার করার কিছু নিয়ম, গুড়ের ফেসপ্যাক  ত্বকের ব্রণ  দূর হতে পারে। এজন্য গুড় পিষে গুঁড়ো করে নিতে হবে ।  এই পাউডারে সামান্য লেবুর রস ও জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।

আরও পড়ুন: চুল ঘন ও কালো করতে পারে বেসন! মাত্র কয়েকদিন ব্যবহার করেই দেখতে পাবেন ম্যাজিক

advertisement

এবার এই ফেসপ্যাকটি ব্রণ ও ব্রণের ওপর লাগাতে হবে এবং শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ভাল ফলাফলের জন্য প্রতিদিন গুড়ের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

২ চামচ গুড়, ১ চামচ লেবুর রস এবং ২ চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে । এবার এই প্যাকটি মুখে লাগান এবং 10 মিনিট পর হালকা হাতে মুখ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করলেই দেখতে পাবেন ম্যাজিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বক ও চুল ভাল রাখতে গুড়! এই উপাদান ব্যবহার করলে দেখতে পাবেন মিনিটেই ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল