TRENDING:

ত্বকে সূর্যের মত উজ্জ্বলতা পেতে চান? আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

Last Updated:

ঘি এর পুষ্টিগুণ ত্বককে কোমল করার পাশাপাশি দাগ, পিম্পল এবং ডার্ক সার্কেল ইত্যাদি দূর করতে অত্যন্ত সাহায্য করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুটিতে এক চামচ ঘি লাগালে স্বাদ বহুগুণ বেড়ে যায়। বিভিন্ন সুস্বাদু রান্নার জন্য এবং ডাল বা শাক-সবজির স্বাদ বাড়াতে ঘিয়ের কোনও তুলনা হয় না। অনেকেই চুলে ঘি লাগান যাতে চুল ঘন ও নরম হয়।
advertisement

কিন্তু, আপনি কি জানেন মুখেও ঘি লাগানো হয়? আসলে, ঘি এর পুষ্টিগুণ ত্বককে কোমল করার পাশাপাশি দাগ, পিম্পল এবং ডার্ক সার্কেল ইত্যাদি দূর করতে অত্যন্ত সাহায্য করে। ঘি ভিটামিন এ, ডি, ই এবং কে সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়।

আরও পড়ুন: ওজন বাড়াতে চান? আকর্ষণীয় দেহ পেতে আজ থেকেই খাদ্য তালিকায় যোগ করুন এই খাবার

advertisement

আসুন জেনে নেওয়া যাক মুখে ঘি লাগানোর সহজ পদ্ধতি। ঘিতে অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায়। এটি ত্বকে একটি অলৌকিক উজ্জ্বলতা দেখায়। বিশেষ করে উজ্জ্বল ত্বক পেতে ঘি ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: পেটের চর্বি কমাতে রোজ খান এই পানীয়, পরিবর্তন দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবন না

ভিটামিন সমৃদ্ধ ঘি এর অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যের কারণে বলিরেখা কমাতে কার্যকর। এর ফলে ত্বকে টানটান ভাবও দেখা দেয়।মুখে চুলকানি থাকলেও ঘি লাগালে উপকার পাওয়া যায়।শুষ্ক ত্বক আর্দ্র করতে  ঘি  ব্যবহার করা যেতে পারে। ঠোঁটে ঘি লাগালে ঠোঁট ফাটার সমস্যা চলে যায়।

advertisement

চোখের নিচের কালো দাগ দূর করতে প্রতিদিন রাতে ঘি লাগানো যেতে পারে।

ঘি ও বেসন-

ব্রণ দূর করতেও ঘি কার্যকর। ঘি এবং বেসন একসঙ্গে মিশিয়ে মাখলে মুখের দাগ সহজে দূর হয়।

মুখের কালো দাগ দূর করতে ১ চামচ বেসন, ১ চিমটি হলুদ এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই ফেসপ্যাকটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

advertisement

ঘি এবং জাফরান-

বলিরেখা কমাতে এবং ঘি এর বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্য পেতে ঘি এর সাথে জাফরান মিশিয়ে মুখে লাগাতে হবে। এক থেকে দেড় চা চামচ ঘি নিতে হবে এবং এতে ৩ থেকে ৪টি জাফরান মেশাতে হবে।

ঘি ও হলুদ-  একটি পাত্রে প্রয়োজন অনুযায়ী ঘি ও আধ চামচ হলুদ নিতে হবে। এই মিশ্রণটি ভাল করে মিশিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলতে হবে। এতে মুখ উজ্জ্বল হবে। তালুতে ঘি নিয়ে মুখে ভাল করে ঘষে নিন। এতে ত্বক উজ্জ্বল হবে। রাতে ঘুমানোর আগে চোখের নিচে ঘি লাগালে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়। ঘি আঙ্গুলে নিয়ে ব্রণের উপরও লাগাতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বকে সূর্যের মত উজ্জ্বলতা পেতে চান? আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল