ওজন বাড়াতে চান? আকর্ষণীয় দেহ পেতে আজ থেকেই খাদ্য তালিকায় যোগ করুন এই খাবার

Last Updated:

যারা ওজন বাড়াতে চান তাদের ডায়েটে কিছু বিশেষ খাদ্য যোগ করতে হবে।

স্থূলতায় ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নেই সেরকমই  এমন অনেক মানুষ  আছেন যারা মোটা হতে চান ।  শরীর অতিরিক্ত রোগা থাকলে দেখতে অত্যন্ত  খারাপ লাগে। তাছাড়া অপুষ্টিও হতে পারে তাই  যারা ওজন বাড়াতে চান তাদের ডায়েটে কিছু বিশেষ খাদ্য যোগ করতে হবে।
আসুন জেনে নেওয়া ওজন বাড়াতে খাদ্য তালিকায় কোন কোন খাবার যোগ করতে হবে-
দুধ- ওজন বাড়াতে খাদ্য তালিকায় অবশ্যই দুধ রাখতে হবে । এবং  দুধে এমন কিছু খাবার যোগ করতে হবে যা ওজন বাড়াতে সাহায্য করে।
advertisement
advertisement
খেজুর-  পুষ্টিগুণে ভরপুর খেজুর সুস্বাস্থ্যের জন্য খাওয়া হয়। দুধে খেজুর যোগ করে তা পান করলে ওজন বাড়ানো যায়। এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফাইবার এবং ভিটামিন সি পাওয়া যায়।এ ছাড়াও  খেজুর দুধে ভিজিয়ে সেদ্ধ করে গ্লাসে রেখে পান করা যেতে পারে।
কলা-   কলা এমন একটি ফল যা ওজন কমাতে এবং ওজন বাড়াতে উভয় ক্ষেত্রেই উপকারী। পার্থক্য শুধুমাত্র এর পরিমাণে।  দিনে কত পরিমাণ কলা খাচ্ছেন তা দেহের ওজনকে প্রভাবিত করে। কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, ক্যালরিও ভালো পরিমাণে পাওয়া যায়। প্রতিদিন ২টি কলা মিশিয়ে তৈরি একটি কলা শেক ওজন বাড়াতে সাহায্য করতে পারে।
advertisement
কিশমিশ-  কিশমিশ সম্পর্কে কথা বলতে গেলে, ১০০ গ্রাম কিশমিশে ২৯৯ ক্যালরি পাওয়া যায়, যা দৈনিক ক্যালোরি গ্রহণের ১৫ শতাংশ। দুধে কিশমিশ ভিজিয়ে রাখার পর এই দুধ খেলে ওজন বাড়তে পারে। যাইহোক, খুব বেশি কিশমিশ খাওয়া এড়িয়ে চলতে হবে।
advertisement
ডুমুর-  দুধের সঙ্গে ডুমুর মিশিয়ে খেলেও ওজন বাড়তে পারে। ডুমুরে আছে ভিটামিন সি, কে, এ এবং ই এর পাশাপাশি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং কপার। দুধের সঙ্গে খেতে হলে দুধ ফুটিয়ে তাতে ২ থেকে ৩টি ডুমুর দিতে হবে। দুধ ফুটানোর পর সামান্য ঠান্ডা করে পান করতে হবে।
বাদাম- বাদামের দুধ তৈরি করা খুবই সহজ। এটি বানাতে আমন্ড বা কাজু বাদাম ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিজানো বাদাম পিষে তাতে দুধ যোগ করতে হবে। গরম দুধ খেলে বেশি উপকার হবে এ ছাড়া এই দুধ ঠান্ডা করেও পান করা যায়। বাদাম এমন একটি সুপারফুড যাতে চর্বি এবং ক্যালোরি পাওয়া যায়, যার কারণে এটি ওজন বাড়াতে কার্যকর।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওজন বাড়াতে চান? আকর্ষণীয় দেহ পেতে আজ থেকেই খাদ্য তালিকায় যোগ করুন এই খাবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement