TRENDING:

কোভিড পরবর্তী সময়ে সতর্ক থাকুন, ফুসফুস সুস্থ-সতেজ রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম

Last Updated:

দৈনন্দিন জীবনধারা সামান্য কিছু বদল ফুসফুসকে সুস্থ করতে পারে ৷ কোভিড পরবর্তী সময়ে ফুসফুসকে ভাল রাখতে হলে ছাড়তে হবে তামাক সেবন ও মদ্যপানের মত অভ্যাস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোভিড-এর কারণে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ফুসফুস ৷ কোভিডজনিত কারণে স্থায়ী ভাবে ফুসফুসের সমস্যায় ভুগছেন অনেকেই ৷ মানব দেহের শ্বাস-প্রশ্বাস চালু রাখাই ফুসফুসের প্রধান কাজ ৷ কোভিডের কারণে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস-সহ নানা সমস্যা স্থায়ী ভাবে ক্ষতি করেছে ফুসফুসের ৷ এ ক্ষেত্রে দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য কিছু বদল ফুসফুসকে সুস্থ করতে পারে ৷ কোভিড পরবর্তী সময়ে ফুসফুসকে ভাল রাখতে হলে বদল করতে হবে তামাক সেবন ও মদ্যপানের মত অভ্যাস ৷
advertisement

ব্যায়াম- প্রতিদিন ব্যায়াম করলে ভাল থাকে ফুসফুস ৷ এমনকী, কোভিডের কারণে তৈরি হওয়া ফুসফুস জনিত সমস্যা থেকেও উপশম মিলতে পারে ৷

ব্যায়াম করলে অন্যান্য অঙ্গের মত ফুসফুসেরও ক্ষমতা বাড়ে ৷ নিয়মিত এক্সারসাইজ করলে মিটতে পারে শ্বাসকার্যজনিত সমস্যা ৷  তাই রোজ এক্সারসাইজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন-  আপনার রক্তচাপ কমাতে পারে রসুন! জেনে নিন বিশেষজ্ঞদের মতামত

advertisement

ভাল খাবার- ভাল ও পুষ্টিকর খাবার খেলে ফুসফুসকে ভাল রাখা যায় ৷ ফুসফুসকে ভাল রাখতে হলে প্রতিদিন ডায়েটে রাখতে হবে ফল, বাদাম, সবজি , ডাল জাতীয় খাবার ৷ বেশি করে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার খেলে ভাল থাকে রেসপিরেটরি সিস্টেম ৷

আরও পড়ুন- পেটে ব্যথা? দোকান থেকে ওষুধ না কিনে চুমুক দিন ঘরের চায়ে, শরীর এতেই ভাল থাকবে

advertisement

রোজ ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার কোভিড জনিত ফুসফুসের সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে ৷ এছাড়াও ভিটামিন ডি যুক্ত খাবার খেলেও ভাল রাখা যাবে ফুসফুসকে ৷ ডিম, মাছ, মাংস থেকে পাওয়া যাবে ভিটামিন ডি ৷ কাজু, আখরোট, পেস্তা, চিনাবাদাম ইত্যাদি থেকে পাওয়া যায় প্রচুর পরিমান ভিটামিন 'ই, খনিজ লবণ ও ওমেগা-৩ ফ্যাটি এসিড তাই এই সমস্ত খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে।

advertisement

আরও পড়ুন-  ঘুমোনোর সময় নাক ডাকেন? সাবধান! শরীরে বাসা বেঁধে থাকতে পারে ভয়ঙ্কর এই মারণ রোগ!

সিগারেট ত্যাগ- তামাক সেবন করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ৷ নিয়মিত তামাক সেবন করলে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ৷ ফুসফুসকে ভাল রাখতে গেলে তামাক সেবন ছাড়তে হবে ৷ তামাক সেবনের ফলে বাড়তে পারে কোভিডজনিত ফুসফুসের সমস্যাও ৷ সিওপিডি ,অ্যাস্থমা-সহ একাধিক রোগের সম্ভাবনা বাড়ে তামাক সেবনের ফলে ৷ তাই স্থায়ী ভাবে ফুসফুসকে সুস্থ রাখতে ত্যাগ করতে হবে তামাক সেবনের অভ্যাস ৷

advertisement

মদ্যপান - নিয়মিত মদ্যপান করলে একাধিক রোগের সৃষ্টি হয় ৷ মদ্যপানের ফলে সবথেকে বেশি ভাবে ক্ষতি হয় লিভারের ৷ মদ্যপানের ফলে ফুসফুসেও বিভিন্ন সমস্যা দেখা যায় ৷ তাই ফুসফুস ভাল রাখতে গেলে নিয়মিত মদ্যপান করা আজই ছাড়তে হবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কোভিড পরবর্তী সময়ে সতর্ক থাকুন, ফুসফুস সুস্থ-সতেজ রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল