TRENDING:

বিয়ের দিন লেহেঙ্গা পরবেন? রঙ বেছে নিন এখান থেকে, লোকে চোখ ফেরাতে পারবে না!

Last Updated:

Bridal Lehenga : পোশাকের ডিজাইন এবং রঙ, দুয়ের মিশেলেই বিয়ের দিন আলো ছড়িয়ে পড়বে চারদিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাল এবং গোলাপি। এই দুটো রঙকেই বিয়ের রঙ মনে করা হয়। সে বেনারসি হোক কিংবা লেহেঙ্গা, রঙ এগুলোই চাই। তবে অন্যান্য রঙের যে গুরুত্ব নেই, তা কিন্তু মোটেই নয়। বরং বিয়ের দিন সঠিক রঙ বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ, যা ব্যক্তিত্বকে আরও ভাল ভাবে ফুটিয়ে তুলবে। পোশাকের ডিজাইন এবং রঙ, দুয়ের মিশেলেই বিয়ের দিন আলো ছড়িয়ে পড়বে চারদিকে।
বিয়ের দিন সঠিক রঙ বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ, যা ব্যক্তিত্বকে আরও ভাল ভাবে ফুটিয়ে তুলবে
বিয়ের দিন সঠিক রঙ বেছে নেওয়াটা গুরুত্বপূর্ণ, যা ব্যক্তিত্বকে আরও ভাল ভাবে ফুটিয়ে তুলবে
advertisement

রঙ ছাড়া আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হল টোন। তবেই পোশাক হয়ে উঠবে ফ্যাশনেবল। বিয়ের দিন যে রঙের পোশাক পরলে নববধূর দিক থেকে চোখ ফেরানো যাবে না, তারই একটা তালিকা এখানে দেওয়া হল।

পেস্তা সবুজ: এই মরশুমে ডিজিটাল ইন্ডিয়া ক্যুচর উইক মাতিয়ে দেওয়া শেডগুলোর কথা মনে আছে? হ্যাঁ, পেস্তা সবুজ জমির উপর সোনার কাজ করা প্যাস্টেল শেডের পোশাক। এমন পোশাক মণীশ মালহোত্রার ট্রেডমার্ক। পোশাকে যেন সুরেলা মেজাজ। চোখে আশ্চর্য শান্তি নেমে আসে। বিয়ের দিন তাই এই রঙ পছন্দের তালিকায় প্রথম দিকে থাকা উচিত।

advertisement

আরও পড়ুন : দীপিকার মতো সুন্দরী হতে চান? জেনে নিন অভিনেত্রীর গোপন স্কিন কেয়ার রুটিন

টি রোজ আইভরি: নতুন কিছু করতে চাইলে এই রঙের জুড়ি নেই। উজ্জ্বল এবং উদ্ধত রঙের মানিকজোড়। আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে যথাযথ। টি রোজ আইভরি লেহেঙ্গা তাই অল টাইম ফেভারিট। এর গাঢ় থিম, সূক্ষ কাজ থেকে চোখ ফেরানো যাবে না।

advertisement

ব্লাশ পিঙ্ক: ইদানীং প্রি ম্যারেজ সেরিমনি চোখে পড়ছে খুব। দিনের আলোয় হবু বর আর কনের ফটোশ্যুট। পোশাকের জমকে চোখে ঝিলমিল লেগে যেতে বাধ্য। এমন দিনে ব্লাশ পিঙ্কের পোশাক একেবারে যথাযথ। মিষ্টি মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে এর জুড়ি নেই।

মাস্টার্ড ইয়েলো এবং ট্যানজারিন: হিন্দু রীতি অনুসারে এই দুটো রঙই খুব শুভ। কনেদের সৌভাগ্য নিয়ে আসে। বিয়ের সকালে বিশেষ করে গায়ে হলুদের সময় মাস্টার্ড ইয়েলো এবং ট্যানজারিন পোশাকই প্রথম পছন্দ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মাল্টিকালার: মাল্টিকালার লেহেঙ্গা। এর কোনও বিকল্প নেই। গাঢ় এবং হালকা গোলাপি জমিতে লাল এবং ফিরোজা রঙের খেলা। এর সঙ্গে নীলের শেড। সুপার ডুপার হিট। আশেপাশের লোকেদের সম্মোহিত করে রাখবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিয়ের দিন লেহেঙ্গা পরবেন? রঙ বেছে নিন এখান থেকে, লোকে চোখ ফেরাতে পারবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল