লক্ষ্মীনগরের মঙ্গল বাজার:
দিল্লির লক্ষ্মীনগরের মঙ্গল বাজার বেশ বিখ্যাত। জামাকাপড়, গয়না, জুতো – এই সমস্ত কিছুই পাওয়া যায় এই বাজারে। তবে সংকীর্ণ রাস্তার ভিতর ভিড় সব সময় লেগেই থাকে। খাবারের দোকান এমনকী রেস্তোরাঁও রয়েছে এই বাজারে। উৎসবের মরশুমে তো ঝলমলিয়ে ওঠে মঙ্গল বাজার!
ঘোড়া মান্ডি:
advertisement
রাতের বেলায় পশ্চিম দিল্লির রঘুবীর নগরে বসে ঘোড়া মান্ডি বাজার। সবথেকে বড় কথা হল, খুবই সস্তায় এখানে জামাকাপড় মেলে। ফলে দেশ-বিদেশের ক্রেতারা পাইকারি দামে জামাকাপড় কিনতে আসেন এই বাজারে।
বুধ বাজার:
দিল্লির পূর্ব অংশের মান্দাওয়ালি এলাকায় বসে বুধ বাজার। এথনিক জামাকাপড়, হ্যান্ডব্যাগ, বোহো অ্যাকসেসরি, জুতো – এই সব কিছুই পাওয়া যাবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। রয়েছে খাবারের দোকানও। যেখানে চেখে দেখা যাবে ভারতীয় খাবার।
পাহাড়গঞ্জ মার্কেট:
নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের খুব কাছেই রয়েছে পাহাড়গঞ্জ নাইট মার্কেট। রঙিন ভারতীয় সারঙ্গ, স্কার্ফ, জাঙ্ক জ্যুয়েলারি, ল্যুজ-ফিট প্যান্ট, বই, কোয়ার্কি ডিজাইনের ব্যাগের দুর্দান্ত কালেকশন রয়েছে এখানে। আর প্রতিটি জিনিসই ভীষণ সস্তা। আর পাহাড়গঞ্জ মার্কেটের কাছেই রয়েছে কাফে এবং রেস্তোরাঁ।
চোর বাজার:
শপিংয়ের জন্য সেরা চোর বাজারও। পুরনো দিল্লির এই বাজারে চোরাই পণ্যের পাশাপাশি মিলবে নতুন পণ্যও। কম দামে নানা জিনিস পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হল বই, জামাকাপড়, ক্যামেরা, মোবাইল ফোন ও অ্যাকসেসরি, জিম ও স্পোর্টস ইক্যুইপমেন্ট, স্টেশনারি, ব্যাগ-ওয়ালেট, জুতো, অ্যান্টিক দ্রব্য ইত্যাদি। সারাদিন গ্রাহকদের শোরগোলে সরগরম থাকে এই চোর বাজার।