একটি পাত্রে ৩ চামচ ওটমিল, ১ চামচ গোলাপ জল এবং এক চামচ মধু এবং দই মিশিয়ে নিতে হবে। এবার ভাল করে ফেটিয়ে পেস্ট তৈরি করতে হবে। এবার এই প্যাক ধুয়ে পরিষ্কার ত্বকে লাগাতে হবে। ওটমিল ত্বকের ভেতর থেকে তেল শুষে নেবে, গোলাপ জল ত্বককে সতেজ করবে, দই ও মধু ত্বকের পুষ্টি জোগাতে কাজ করবে।
advertisement
একটি পাত্রে দুই চামচ বেসন নিয়ে তাতে এক চিমটি হলুদ, দুই ফোঁটা লেবুর রস এবং ৩ থেকে ৪ চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এবার এটি পরিষ্কার মুখে লাগান এবং ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বক পরিষ্কার করবে, লেবু ভিটামিন সি-এর অভাব দূর করবে এবং গোলাপজল ত্বককে ঠান্ডা করবে।
একটি পাত্রে এক ইঞ্চি কলা, একটি স্ট্রবেরি, এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার মুখে লাগান। ত্বককে মজবুত করার পাশাপাশি এটিকে মসৃণ, সতেজ, পুষ্টিকর এবং বার্ধক্য থেকে রক্ষা করতেও কাজ করবে।
একটি পাত্রে ২চামচ চন্দন গুঁড়ো নিয়ে তাতে আধা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিন। এবার এতে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। মুখে উজ্জ্বলতা আসবে এবং দাগও দূর হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।