TRENDING:

Pimple and Acne: ব্রণ কমানোর মহৌষধ এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন

Last Updated:

নিমেষে ব্রণ তাড়াবে রান্নাঘরের এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদ ঝরানোর জন্য রোজকার খাদ্য তালিকায় ওটস অনেকেই রাখেন। তবে ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী ওটস। হেল্থ শটসের মতে, ত্বকে গ্লো আনতে এর কোনও বিকল্প হয় না।
নিমেষে ব্রণ তাড়াবে রান্নাঘরের এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন
নিমেষে ব্রণ তাড়াবে রান্নাঘরের এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন
advertisement

ওটস ত্বকে ব্যবহার করলে শুধু গ্লো বাড়ে না বরং মুখের দাগও দূর হয়। কিছু দিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ব্রণ তাড়াতেও অত্যন্ত উপকারী এই উপাদান। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ত্বকে এই বিশেষ উপাদান ব্যবহার করবেন-

একটি পাত্রে চার টেবিল চামচ ওটস বের করে তাতে হালকা গরম জল দিয়ে এতে ওটস কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এর পর চামচ দিয়ে ম্যাশ করুন। এবার এই পেস্টটি মুখে লাগান। ১৫ মিনিট পর স্ক্রাব করার সময় জল দিয়ে মুখ ধুয়ে নিন।

advertisement

আরও পড়ুন: কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! ডায়াবেটিসও নামবে তরতরিয়ে, রোজ পাতে রাখুন এই ফল

শুষ্ক ত্বকের  অনেক যত্ন নিতে হয়। ত্বকের শুষ্কতা দূর করতে একটি পাত্রে পাঁচ চামচ ওটসের সঙ্গে মধু মিশিয়ে নিতে হবে। তারপর এই পেস্ট মুখে লাগাতে হবে। এর পরে, এটি মুখে ২০ মিনিটের জন্য রেখে দিয়ে  হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাক ব্যবহারের পরেই ত্বকের  বদল দেখতে পাওয়া যাবে।

advertisement

ওটস এবং দুধের ফেসপ্যাক শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। এজন্য প্রথমে একটি পাত্রে কিছু ওটস বের করে তাতে গরম দুধ নিতে হবে। দুধের পরিমাণ এমন রাখতে হবে যাতে ওটস সহজেই ভিজে যায়।

ওটস নরম হয়ে গেলে ম্যাশ করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এই প্যাকটি মুখে লাগাতে হবে। প্যাক শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে মুখ একদম ফ্রেশ থাকবে। ওটস এবং দইয়ের  ফেসপ্যাক শুধুমাত্র  ত্বকেরই উন্নতি করবে না বরং ময়লাও দূর করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখের ব্রণ ও দাগ দূর করতে ওটস ব্যবহার করা যেতেই পারে। এর জন্য প্রথমে ওটসের সঙ্গে লেবুর রস মিশিয়ে তাতে ডিমের সাদা অংশ ম্যাশ করতে হবে। এতে সামান্য গরম জল দিতে হবে যাতে পেস্টটি একটু নরম হয়ে যায়। এরপর এই পেস্টটি মুখে লাগাতে হবে।  Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pimple and Acne: ব্রণ কমানোর মহৌষধ এই উপাদান! চট জলদি গ্লো আনতেও অতুলনীয়, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল