ঘি ত্বককে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বক দ্রুত নিরাময়ের কাজ করে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের কী কী উপকার করে ঘি-
আরও পড়ুন: হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে কোলেস্টেরল! এই নিয়ম না মানলেই বিপদ, জানুন
শুষ্কতা দূর করে- হেলথলাইন অনুসারে, ঘিয়ে থাকা ভিটামিন এ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে ত্বককে হাইড্রেট করে এবং গভীরভাবে ময়শ্চারাইজ করে। যার কারণে ত্বক মসৃণ ও কোমল হয় এবং শুষ্কতার সমস্যাও দূর হয়।
advertisement
পিগমেন্টেশন দূর করে- ঘি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বকের উজ্জ্বলতা বাড়ার পাশাপাশি পিগমেন্টেশনের সমস্যাও কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা পিগমেন্টেশন দাগও কমায়।
বলিরেখা প্রতিরোধ করে- দেশি ঘিতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা বলিরেখা কমাতে সহায়ক। এটি কোলাজেন বাড়ায় যাতে বলি দ্রুত না আসে। এটি ফাইন লাইন কমাতেও সাহায্য করে।মুখের উজ্জ্বলতা বাড়ায়।
প্রতিদিন দেশি ঘি দিয়ে মুখে মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বকে গোলাপি ভাব নিয়ে আসে। শুধু তাই নয়, ত্বক নরম ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখায়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।