তুলসী পাতার ক্বাথ এবং গরম জল মিশিয়ে পান করা অত্যন্ত স্বাস্থ্যকর। কিন্তু জানলে অবাক হবেন শুকনো তুলসী পাতারও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। শুকিয়ে যাওয়া তুলসী পাতাও অনেক কাজে ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: শীতে শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে চান? নামী-দামি ব্র্যান্ডকেও হার মানাবে এই ৬ ঘরোয়া বডি লোশন
advertisement
১) স্নানের জলে শুকনো তুলসী পাতা দিলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয়। এবং শরীর সতেজ থাকে।
২) চাইলে গরম জলেও শুকনো তুলসী পাতা মিশিয়েও খাওয়া যেতে পারে।
৩) শুকনো তুলসী পাতা গুঁড়ো করে খাবারে ব্যবহার করা যেতে পারে। এতে খাবারের স্বাদ বাড়ে।
আরও পড়ুন: শীতে সর্দি,কাশি লেগেই থাকে? এই আশ্চর্য পানীয়তেই রোগমুক্তি, জেনে নিন
৪) শুকনো তুলসী পাতা মাটিতে মিশিয়ে সার হিসেবে ব্যবহার করা যেতে পারে এতে গাছের বৃদ্ধি ভাল হয়।
৫) বইয়ের পাতাতে তুলসী পাতা রাখা যেতে পারে। এতে বইয়ের পাতায় সুগন্ধ ছাড়ে। এবং মন ইতিবাচক থাকে
৬) তুলসী পাতা মানিব্যাগেও রাখা যেতে পারে এতে মানিব্যাগ থেকেও সুগন্ধ বের হবে।
৭) তুলসী পাতা একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির নিরাপদ জায়গায় রাখতে হবে। এতে অর্থনৈতিক অগ্রগতি হয় বলে অনেকে মনে করেন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।