TRENDING:

চাঁপা ফুলের মতো রঙিন নখ! কেমন হবে ২০২৩-এর ট্রেন্ড, দেখে নিন এক নজরে!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছর ঠিক কেমন নখের কেতায় কাঁপবে ফ্যাশন দুনিয়া!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নখের আমি, নখের তুমি, নখ দিয়ে যায় চেনা— এটা বোধ হয় বর্তমান প্রজন্মের স্টাইল কোশেন্ট। স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর করে কাটা নখের আভিজাত্য রয়েছে, সে কথা ঠিকই। তবে আধুনিক ফ্যাশনিস্তারা রঙ-বেরঙের নখের প্রতিই আকৃষ্ট। আর শুধু রঙ-ই নয়, হালফিলে নখের নানা আকারও কেতাদুরস্ত। এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছর ঠিক কেমন নখের কেতায় কাঁপবে ফ্যাশন দুনিয়া।
advertisement

থ্রি-ডি নেল আর্ট

সোজা, পরিষ্কার নখ যেমন সৌন্দর্য, তেমন স্বাস্থ্যকর। কিন্তু ফ্যাশন রাজ্যে এবড়ো-খেবড়ো নখের কদর ক্রমশ বাড়ছে। গত বছর বিশ্বের তাবড় সেলিব্রিটিদের দেখা গিয়েছে থ্রি-ডি নেল আর্ট করাতে। কিন্তু মনে করা হচ্ছে এই থ্রি-ডি নখর কেতা ছড়িয়ে পড়তে পারে আম নাগরিকের মধ্যেও।

এয়ারব্রাশ নেল

গত দশকে নেল আর্টের প্রারম্ভিক পর্বে এয়ারব্রাশ আর্ট খুবই জনপ্রিয় ছিল। ক্রমশ তা স্তিমিত হয়ে পড়েছিল। ফের একবার মাথা চাড়া দিয়েছে এই ধরনের নখ-নকশা। মনে করা হচ্ছে ২০২৩ সালেও এই ফ্যাশনই ইন থাকবে।

advertisement

পপ-আর্ট নেল

নখে যেন উঠে আসে কমিক বইয়ের পাতা। আস্ত ছবি আঁকা সম্ভব না হলেও খানিকটা ভাব নখদর্পণে তুলে রাখাই এর লক্ষ্য। খুব সাধারণ অথচ, সুন্দর এই ফ্যাশন।

নিউট্রাল নেল

নখ রঞ্জনীর ব্যবহারই যেন এখানে ব্রাত্য। অথচ, গোটাটাই করা হয়েছে নেল আর্টের মাধ্যমে। প্রায় সাদা অথবা, হালকা গোলাপি আভা যুক্ত নখ যেন দেখে মনে হবে কিছুই করা হয়নি। ২০২২ সালে বহু তারকা এই ধরনের নখ ফ্লন্ট করেছেন। ২০২৩-এ থাকবে এই ফ্যাশন।

advertisement

মিল্কি নেল

দুধ সাদা নেল পলিশের প্রতি ভাললাগা দেশ কালের গণ্ডি ছাড়িয়ে জনপ্রিয়। আবারও ফিরে আসছে সেই ট্রেন্ড।

হীরক খচিত নখ

নখের উপর যেন বসানো রয়েছে মণিমাণিক্য। এমন নখের কদর বাড়বে আগামী দিনগুলিতে।

আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের

advertisement

আরও পড়ুন: শুধুই সরকারি কর্মসূচি, বাংলাতে এলেও বঙ্গ বিজেপির সভায় 'না' মোদির

প্রেপি প্যাটার্ন

নখের উপর রঙিন চেক কিংবা গিংহাম প্যাটার্ন আঁকা নখও ট্রেন্ডি। ২০২৩ সালে এই রকম নেল আর্টের কদর বাড়বে। এই প্যাটার্ন নেল আর্ট করা যেমন সহজ, তেমনই আকর্ষণীয়। একই সঙ্গে খুবই আভিজাত্যপূর্ণ।

advertisement

বার্বিকোর

২০২২ সালে নখরঞ্জনীর বাজার মাতিয়েছে উজ্জ্বল গোলাপি আভা। ২০২৩ সালেও সেই ফ্যাশন বজায় থাকবে। এমনকী এর ব্যবহার আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রোম নেল

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মেটালিক নখের ফ্যাশনের চাহিদা গত কয়েক বছর ধরেই তুঙ্গে। আগামী বছরও এই উজ্জ্বল নেল আর্ট ফ্যাশন দুনিয়া কাঁপাবে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চাঁপা ফুলের মতো রঙিন নখ! কেমন হবে ২০২৩-এর ট্রেন্ড, দেখে নিন এক নজরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল