TRENDING:

Vastu tips for Kitchen: রান্নাঘরে এই কোণে রাখুন ফ্রিজ, এই কোণে রাখুন মিক্সার গ্রাইন্ডার, রাঁধুন এই দিকে মুখ করে, সংসারে আসবে অর্থ ও শান্তি

Last Updated:

Vastu tips for Kitchen: রান্নাঘরের জন্য কী বাস্তু টিপস মানতে হবে, সে বিষয়ে জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব অকাল্ট সায়েন্স-এর বাস্তু বিশেষজ্ঞ মল্লিকা মেহরোত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রান্নাঘর বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের সুস্বাস্থ্য নির্ভর করে এই অংশের উপর। সার্বিক ভাল রাখা এবং ভাল থাকার ক্ষেত্রে এই ঘরের ভূমিকা অনেক। তাই পালন করতে হবে কিছু বাস্তু টিপস। রান্নাঘরের জন্য কী বাস্তু টিপস মানতে হবে, সে বিষয়ে জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব অকাল্ট সায়েন্স-এর বাস্তু বিশেষজ্ঞ মল্লিকা মেহরোত্রা।
সার্বিক ভাল রাখা এবং ভাল থাকার ক্ষেত্রে এই ঘরের ভূমিকা অনেক
সার্বিক ভাল রাখা এবং ভাল থাকার ক্ষেত্রে এই ঘরের ভূমিকা অনেক
advertisement

রান্নাঘরের জন্য বাস্তু টিপস:

# রান্নাঘরের সঙ্গে জড়িয়ে আছে ‘অগ্নি’ উপাদান। তাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে তৈরি করুন রান্নাঘর। এই কোণকেই রান্নাঘরের জন্য আদর্শ বলে মনে করা হয়।

# বাড়ির উত্তর পূর্ব কোণ বা বাথরুমের কাছে কখনওই রান্নাঘর তৈরি করবেন না।

# রান্নাঘরে গ্যাস সব সময় রাখুন দক্ষিণ পূর্ব কোণে। তবে গ্যাসের আভেনের মুখ যেন দক্ষিণমুখী হয়। যিনি রান্না করছেন তিনি যেন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে রান্না করতে পারেন। বাস্তুশাস্ত্র মতে সেটাই শুভ।

advertisement

# রান্নাঘরে জলের সিঙ্ক বা জলের ট্যাপ থাকবে উত্তর পশ্চিম কোণে। কারণ এই কোণের সঙ্গে জলের সম্পর্ক আছে।

# রান্নাঘরের জন্য হলুদ, সাদা বা প্যাস্টেল শেড আদর্শ। কারণ এই রংগুলি সদর্থক বার্তা ও খুশি বয়ে আনে।

# রান্নাঘরে প্রাকৃতিক আলো এবং আলোবাতাস খেলার জায়গা উন্মুক্ত রাখতে হবে। স্বাস্থ্যের পাশাপাশি এটি দরকার পজিটিভ এনার্জির কারণেও।

advertisement

# রান্নাঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন রেফ্রিজারেটর। এই দিশাকে বলা হয় আর্থ এলিমেন্টের জন্য বিখ্যাত। সংসারে স্থিতাবস্থা এবং ভারসাম্য বজায় রাখে এই কোণ।

# রান্নাঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন শেলভ এবং স্টোরেজ। বৈদ্যুতিন জিনিসপত্র যেমন মিক্সার গ্রাইন্ডার, মাইক্রোওয়েভ আভেন রাখুন দক্ষিণ পূর্ব কোণে। এই দিকটিও অগ্নি কোণ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vastu tips for Kitchen: রান্নাঘরে এই কোণে রাখুন ফ্রিজ, এই কোণে রাখুন মিক্সার গ্রাইন্ডার, রাঁধুন এই দিকে মুখ করে, সংসারে আসবে অর্থ ও শান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল