TRENDING:

Kiara Advani Sunday Platter : মিষ্টি-প্রেমে হাবুডুবু, ডেজার্ট ও চিজে ভরপুর কিয়ারার ডায়েট-ভাঙা নৈশভোজ

Last Updated:

নৈশভোজ ও মিষ্টান্ন কিয়ারার (Kiara Advani’s love for sweets) কাছে যেন একে অপরের পরিপূরক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : পরিপূর্ণ আহারের পর অনেকেই ভালবাসেন মিষ্টিমুখ করতে ৷ অনুরাগীরা মনে করেন, কিয়ারা আডবাণীরও (Kiara Advani) এই অভ্যাস আছে ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি শেয়ার করেছেন তাঁর রবিবাসরীয় ভোজনবিলাসের ছবি ৷ নৈশভোজ ও মিষ্টান্ন কিয়ারার (Kiara Advani’s love for sweets) কাছে যেন একে অপরের পরিপূরক ৷ তাই তাঁর খাবারে সাজানো আছে ব্লু বেরি দেওয়া চকোলেট ডেজার্ট, স্ট্রবেরি ৷ মেন কোর্সে অপেক্ষা করেছিল গ্রিলড পোট্যাটো উইথ গ্রিন ভেজিটেবলস ও চিজ ৷ এখানেই শেষ নয় ৷ ডিনারের আগে কিয়ারা চেটেপুটে খেয়েছেন এক প্লেট ভর্তি ধোসা ও নারকেলের চাটনি ৷
advertisement

এর আগেও কিয়ারার পোস্টে উঠে এসেছে মিষ্টি পদের কথা ৷ রাখিবন্ধনের দিন একটি ছবি শেয়ার কেছিলেন কিয়ারা ৷ সেখানে তাঁর ভাইদের দেখা যাচ্ছিল ৷ সে ছবিতে রকমারি কেক সাজানো ছিল টেবিলে ৷ কিয়ারার জন্মদিনে তোলা সেই ছবিতে টেবিলে রাখা ছিল চকোলেট কেক ও কিউয়ি টপিংস দেওয়া ফ্রুট কেক ৷ ক্যাপশনে তিনি তাঁর ভাইদের শুভ রাখিবন্ধনের শুভেচ্ছা জানান ৷

advertisement

আরও পড়ুন : প্লেটভর্তি জিলিপি! কার্তিক আরিয়ানের লোভনীয় প্রাতরাশ দেখে জিভে জল নেটিজেনদের

কিয়ারার ভোজনরসিক স্বভাবের কথা জানেন তাঁর বন্ধু ও সহকর্মীরাও ৷ কিয়ারার সঙ্গে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনয় করেছিলেন ‘লাস্ট স্টোরিজ’ (Lust Stories) ছবিতে ৷ কিছু দিন আগে কিয়ারাকে ‘মিডনাইট মাঞ্চিজ’ খাওয়ান ভিকি ৷ সেটা ছিল চমৎকার চকোলেট ব্রাউনি ৷ তার উপর টপিংস হিসেবে ছিল চকোলেট গানাশে, পুদিনা পাতা, ওয়ালনাট এবং ব্লুবেরি ৷ ছবির ক্যাপশনে ভিকি লিখেছিলেন ‘‘মধ্যরাতের বিশেষ খাবার এক এবং অদ্বিতীয় কিয়ারার জন্য’’ ৷ উত্তরে কিয়ারা লিখেছিলেন, এ স্বাদের ভাগ হবে না ৷

advertisement

আরও পড়ুন : কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার, বাংলায় ট্যুইট করলেন আনন্দবার্তা

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

বলিউডে কিয়ারার প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে ৷ তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘মেশিন’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কলঙ্ক’, ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘গিল্টি’, ‘অংরেজি মিডিয়াম’, ‘লক্ষ্মী’, ‘ইন্দু কি জওয়ানি’ এবং ‘শেরশাহ’ ৷ তাঁর আগামী ছবির মধ্যে অন্যতম ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘যুগ যুগ জিয়ো’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kiara Advani Sunday Platter : মিষ্টি-প্রেমে হাবুডুবু, ডেজার্ট ও চিজে ভরপুর কিয়ারার ডায়েট-ভাঙা নৈশভোজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল