ইনস্টাগ্রামে তাঁর ভিডিও পোস্ট করে ক্যাপশনে সুজিত লিখেছেন, ‘যখন অডি গেল এবং লালশাক বিক্রি করল।’ ভিডিওতে দেখা যাচ্ছে ওই কৃষক নিজে লালশাক চাষবাস করছেন। তার পর প্রথমে অটোরিকশ, পরে অডি-এ৪ করে বাজারে যাচ্ছেন। বিলাসবহুল সেই গাড়ি থেকে নেমে ঘাসের উপর পলিথিনের চাদর পেতে বসে দরদাম করে লালশাক বেচছেন তিনি।
বিক্রিবাটা হয়ে গেলে কৃষক সুজিত আবার প্লাস্টিকের চাদর গুটিয়ে অডি চালিয়ে বাড়িতে ফেরেন। গাড়ির দরজা খুলে, দেশি পোশাক পরেই অডি চালান তিনি। কিছু দিন আগে ভিডিওটি শেয়ার করেছেন সুজিত। কিছু দিনের মধ্যেই লাইক পৌঁছেছে ৪ লক্ষ ৪৬ হাজারে। ভিউজ ছাপিয়ে গিয়েছে ৮০ লক্ষ। তাঁর পরিশ্রমের জন্য তিনি বাহবা আদায় করেছেন নেটিজেনদের। নেট দুনিয়ার মতে পালংশাক, লালশাক বেচে অডিতে পৌঁছতে এলেম লাগে। তাঁকেই অনুপ্রেরণার আদর্শ হিসেবে দেখতে চান অনেকেই।
প্রসঙ্গত সুজিত জনপ্রিয়তার আলোয় নতুন নন। কেরলের এই কৃষক কষিকাজের নানা প্রক্রিয়া, নানা ধরনের ফসল তৈরির কৌশল, চাষের কাজে প্রযুক্তি ব্যবহার-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। ইনস্টাগ্রামে ২ লক্ষের বেশি ফলোয়ার এই ধনী কৃষকের।