একসময় সলমন খান (Salman Khan) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে উত্তাল ছিল বলিউড। কিন্তু ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে তাঁর সম্পর্ক কাক-পক্ষীতেও টের পায়নি। অনেক পথ পেরিয়ে ক্যাটরিনা এখন ভিকির ঘরণী। প্রাকৃতিক উপাদানে ভরসা রাখা ক্যাটরিনা কী ভাবে নিজের সৌন্দর্য বজায় রাখেন জেনে নেওয়া যাক এখনই!
advertisement
ক্যাটরিনার রূপ রহস্য
বাজারচলতি প্রোডাক্ট নয়, ক্যাটরিনা ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের উপর। বেশিরভাগ সময়েই ঘরোয়া টোটকা ব্যবহার করেন তিনি। ক্যাটরিনার ইউএসপি হল তাঁর শিশিরস্নিগ্ধ ত্বক। আর সেই ত্বকের আভা ধরে রাখতে তিনি ব্যবহার করেন মাত্র দু'টি উপাদান। আর সেই দু'টি উপাদান হল ওটমিল ও মধু। প্রথমে ওটমিল গুঁড়ো করে পাউডার করে নেন তিনি আর তার সঙ্গে তিনি মিশিয়ে নেন মধু। দু'টোই নিতে হবে সমান অনুপাতে অর্থাৎ এক টেবিল চামচ করে।
আরও পড়ুন - স্নায়ুরোগ থেকে রক্ত চলাচলে সাহায্য! ডায়েটে কাঁচালঙ্কা থাকলে একগুচ্ছ সমস্যার সমাধান
এই দু'টো উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক মুখে লাগিয়ে নেন ক্যাটরিনা এবং শুকিয়ে গেলে ধুয়ে নেন আর তাতেই দ্বিগুণ হয়ে যায় তাঁর জেল্লা। ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের নিয়মিত রুটিন মেনে চলতে ভোলেন না তিনি। মাঝে মাঝেই বডি মাসাজ করেন তিনি যাতে শরীরে সব উপাদানের পুষ্টিগুণ পৌঁছয়। তার সঙ্গে সঙ্গে ক্যাটরিনা অবশ্যই মেনে চলেন সঠিক ডায়েট ও এক্সারসাইজের রুটিন।
আরও পড়ুন- শীতের পাত জুড়ে থাক ডিমের কারি আর ভাত; এর উপকারিতা অবাক করার মতোই
প্রদাহ কম করতে মাঝে মাঝে বরফ ঠাণ্ডা জল দিয়ে মুখে ঝাপটা মারেন তিনি। আর তার সঙ্গে সঙ্গে বলিরেখা কম করতে তিনি কিছু ফেসিয়াল এক্সারসাইজও করেন। আর এই ভাবেই দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি নিজেকে আকর্ষণীয় রাখতে পেরেছেন। বিয়ের মণ্ডপেও নজর কেড়েছে তাঁর সৌন্দর্য।