ইদানীং বলিউড সুন্দরীরাও জামসুতে বুঁদ। একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ বলেছিলেন তাঁর জামসু প্রীতির কথা। সুন্দর এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রতিদিন সকালে তিনি এই কোরিয়ান বিউটি ট্রেন্ডের দ্বারস্থ হন।
জামসু কোরিয়ান শব্দ। এর অর্থ ডুবে যাওয়া। এই ত্বকচর্চায় পুরো মুখ জলে ডুবিয়ে রাখতে হয়। তাই নাম জামসু। আর্দ্র আবহাওয়া এবং তৈলাক্ত ত্বকের জন্য জামসু আদর্শ। এর ফলে মেকআপও দীর্ঘক্ষণ স্থায়ী হয়।
advertisement
আরও পড়ুন : বার বার নখ ভেঙে যাচ্ছে? স্বাস্থ্যকর নখ পেতে কী করতে হবে দেখে নিন!
কী করতে হয়: মুখে মেকআপ করার পর বরফ ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখতে হয়। ১০ থেকে ১৫ মিনিট। এতে মেকআপ যথাযথ ভাবে সেট হয়ে যায়। শুধু তাই নয়, জল মেকআপ থেকে অতিরিক্ত ফাউন্ডেশন সরিয়ে দেয়। ফলে প্রাকৃতিক চেহারা পাওয়া যায়। মেকআপ পরেও মুখ খুব স্বাভাবিক দেখায়। বরফ মেশানো ঠান্ডা জল শুষ্ক ত্বককে হাইড্রেট করে এবং ব্রণ কমায়। এই কৌশলে ত্বককে শুষ্ক না করেও একটা ম্যাট লুক দেয়।
এটা কীভাবে ত্বকের উপকার করে: বরফের জল শুষ্ক ত্বককে হাইড্রেটেড করে। পাশাপাশি ব্রণ নিরাময় হয়, কারণ ঠান্ডা জল ত্বকের খোলা ছিদ্র বন্ধ করে দেয়।
বলিউড আপ্লুত: জামসু-র ম্যাজিকে কাত বলিউড সুন্দরীরা। অনেক অভিনেত্রীই একে ত্বকচর্চার রুটিনের অংশ করে নিয়েছেন। কয়েক মাস আগে ক্যাটরিনা কাইফ জলে মুখ ডুবিয়ে অর্থাৎ জামসু করার সময় তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তখনই তিনি বলেছিলেন, প্রতিদিন সকালে এটাই তাঁর রুটিন। সঙ্গে অভিনেত্রী এও জানিয়েছেন, বরফ ঠান্ডা জলের বাটিতে তিনি পর পর ৩ বার মুখ ডোবান।
মাথায় রাখতে হবে: ফাউন্ডেশন এবং কনসিলার লাগানোর আগে মুখে ভাল করে ময়েশ্চারাইজ করতে হবে। জলে মুখ ডুবানোর আগে চুল শক্ত করে বেঁধে নিতে হবে। না হলে চুল ভিজে যেতে পারে। এছাড়া মাথায় রাখতে হবে, মুখ ১৫ মিনিটের বেশি জলে ডুবিয়ে রাখা উচিত নয়। শুষ্ক ত্বক হলে মুখ অল্প সময়ের জন্য জলে ডুবিয়ে রাখলেই হবে। আসলে ত্বক যত শুষ্ক হবে, মুখে তত কম সময় জলে ডুবিয়ে রাখা উচিত।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)