পুলিশ সূত্রে জানানো হয়েছে গত ৩০ জানুয়ারি এই ঘটনা ঘটেছে চৌবেপুর গ্রামে। জানা গিয়েছে, এক বান্ধবীর সঙ্গে বিউটিপার্লার গিয়েছিলেন ওই তরুণী। বান্ধবীর দাবি, বিয়ের সাজে সম্পূর্ণ সেজে ফিরছিলেনও তরুণী। পথে পালিয়ে যান প্রেমিকের সঙ্গে।
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে নিখোঁজ তরুণীর পরিবার লখনউ শহরের বাসিন্দা গত ২৫ বছর ধরে। সেখানেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ এই সম্পর্কে রাজি ছিলেন না তাঁর পরিবার। মেয়ের বিয়ে দিতে চৌবেপুর গ্রামে নিজেদের দেশের বাড়িতে ফিরে যান তাঁরা। কিন্তু সেখানে গিয়েও শেষরক্ষা হল না।
advertisement
পুলিশের দাবি, নিজের মতের বিরুদ্ধে গিয়ে বাড়ির পছন্দের পাত্রকে বিয়ে করতে চাননি তরুণী। তিনি যোগাযোগ রেখেছিলেন প্রেমিকের সঙ্গে। ফোনে দু’জনে শলাপরামর্শ করে পালিয়ে যান বলে দাবি পুলিশের।
এই ঘটনায় বরপক্ষের অভিযোগ, মেয়ের বাড়ির জন্য তাঁদের অপমানিত হতে হল। তরুণী প্রেমের সম্পর্কে আছেন জেনেও তাঁর পরিবারের উচিত হয়নি বিয়ের সম্বন্ধ ঠিক করার। বক্তব্য বরের পরিবারের। অন্তত সেটা করলে তাঁদের এভাবে হেনস্থা ও অপমানের শিকার হতে হত না, বলছেন বরযাত্রীরা। এই ঘটনায় হচতকিত কনেপক্ষ মুহ্যমান। সংবাদমাধ্যমে কোনও কথাই বলতে চাননি তাঁরা।