সাদা বরফের চাদরে মোরা, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর এই জায়গায় প্রচুর মানুষ ছুটে আসে। চারিদিকে সারি সারি পাহাড়ের মাঝে শুয়ে রয়েছে বরফের চাদরে মোড়া ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। এরপরেই রয়েছে দার্জিলিং এর টাইগার হিল যেখানে বরাবরই পর্যটকেরা সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে যায়। পাশাপাশি এই টাইগার হিলের দাঁড়িয়েই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য সূর্যের আলোয় সোনার চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকেরা বরাবরই বেশ পছন্দ করে।
advertisement
আরও পড়ুন: ন্যাওড়া ভ্যালিতে রেড পান্ডার সংখ্যা কত ? শুরু হচ্ছে শুমারি! জানুন
তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং এর সিটং যেখানে পর্যটকেরা সাধারণত গাছ ভর্তি কমলালেবু দেখতে ছুটে যায় কমলালেবুর দেশ বলে পরিচিত এই সিটং তবে এখানে ঘোরার পথেই মাঝেমাঝেই পর্যটকদের কাছে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা এছাড়াও এখানে রয়েছে অহলধারা ভিউ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আপনি দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এ প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পর্যটক সাথী চক্রবর্তী বলেন, বিভিন্ন জায়গায় সাইটসিনে বেরিয়েছি এবার সিটং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি , পাহাড় বরাবরই পছন্দের তাই বারে বারে ছুটে আসি।
সুজয় ঘোষ