TRENDING:

Kalipuja 2024: কোটি টাকার নোট দিয়ে সাজানো হল কালীপুজোর মণ্ডপ! দেখলে চমকে যাবেন, আসল নাকি নকল!

Last Updated:

Kalipuja 2024: মণ্ডপ দেখলে চমকে যাবেন! টাকায় টাকায় সেজে উঠেছে! অভিনব ভাবনা আপনাকে অবাক করবে! তবে এই সব টাকা কি আসল? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : নগদ টাকা দিয়ে পুজোমণ্ডপ সাজানো নতুন ঘটনা নয়। এর আগেও বেশ কিছু জায়গায় টাকা দিয়ে মণ্ডপসজ্জা চোখে পড়েছে। এবারও সেই একই ধাঁচে কালীপুজোর মণ্ডপ সাজানো হয়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ি হায়দারপাড়া যুব সংঘ এবারে বিশেষ আকর্ষণ মায়ের আঙিনায় টাকার বর্ষা। এ বছর তাদের পুজো ৪৪ তম বর্ষে পদার্পণ করলো। এছাড়াও প্রতিমাতে থাকছে বিশেষ চমক বলে জানান পুজো উদ্যোক্তারা। সমস্ত পুজো মণ্ডপ কোটি টাকার নকল টাকা দিয়ে সাজানো হয়েছে। অবাক এই মণ্ডপ সজ্জা ঘিরেই এখন জোরদার চর্চা ছড়িয়ে পড়েছে শহরজুড়ে।
advertisement

পুজো উদ্যোক্তাদের কথায়, প্রতিবছরই আমরা কালীপূজায় নতুন কিছু করার চিন্তা ভাবনা করে থাকি এ বছরও তাই একটু অন্য ধরনের পুজো মণ্ডপ তৈরি করে দর্শক টানার চেষ্টা করছি। আমাদের এই পুজো মণ্ডপে এলে যেমন অন্য ধরনের জিনিস দেখতে পাবেন তেমনি আমাদের মায়ের মূর্তিতেও থাকছে বিশেষ চমক। তার জন্য অবশ্যই এখানে আসতে হবে। এছাড়াও পুজোর কয়েকটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও প্রতিদিন ভোগের ব্যবস্থাও করা থাকবে সকলের জন্য। উত্তর তোরা আশাবাদী তাদের ব্যাপার শহরবাসীর মন জয় করে নেবে।

advertisement

আরও পড়ুন: ১৪ প্রদীপ জ্বালুন আজকের দিনে! জীবনে বড় প্রভাব এই প্রদীপের! জানুন

ক্লাবের সম্পাদক সুভাষ পাল বলেন, ‘ এ বছর আমাদের ক্লাব ৪৪ তম বর্ষে পদার্পণ করল। আমরা মণ্ডপ সজ্জায় একটু অভিনবত্ব আনার চেষ্টা করছি এছাড়াও মায়ের মূর্তি একটি বিশেষ রূপে দেখতে পাবেন সকলে। আলোক সজ্জায় ও থাকছে বিশেষ চমক।’ স্থানীয় বিপিন পাল বলেন,  ‘প্রতিবছরই এই ক্লাব নতুন কিছু থিমের পুজো করে থাকে এ বছর দেখছি কোটি কোটি টাকা দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। নোট নকল হলেও মণ্ডপ সচ্চা, তবে এবার একটু অন্যরকম। পরিবারের সকলকে নিয়ে একবার দেখতে আসবই।’ সবমিলিয়ে এবারের কালীপুজোয় হায়দার পাড়া যুব সংঘ সকলের মন জয় করতে প্রস্তুত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalipuja 2024: কোটি টাকার নোট দিয়ে সাজানো হল কালীপুজোর মণ্ডপ! দেখলে চমকে যাবেন, আসল নাকি নকল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল