পুজো উদ্যোক্তাদের কথায়, প্রতিবছরই আমরা কালীপূজায় নতুন কিছু করার চিন্তা ভাবনা করে থাকি এ বছরও তাই একটু অন্য ধরনের পুজো মণ্ডপ তৈরি করে দর্শক টানার চেষ্টা করছি। আমাদের এই পুজো মণ্ডপে এলে যেমন অন্য ধরনের জিনিস দেখতে পাবেন তেমনি আমাদের মায়ের মূর্তিতেও থাকছে বিশেষ চমক। তার জন্য অবশ্যই এখানে আসতে হবে। এছাড়াও পুজোর কয়েকটা দিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও প্রতিদিন ভোগের ব্যবস্থাও করা থাকবে সকলের জন্য। উত্তর তোরা আশাবাদী তাদের ব্যাপার শহরবাসীর মন জয় করে নেবে।
advertisement
আরও পড়ুন: ১৪ প্রদীপ জ্বালুন আজকের দিনে! জীবনে বড় প্রভাব এই প্রদীপের! জানুন
ক্লাবের সম্পাদক সুভাষ পাল বলেন, ‘ এ বছর আমাদের ক্লাব ৪৪ তম বর্ষে পদার্পণ করল। আমরা মণ্ডপ সজ্জায় একটু অভিনবত্ব আনার চেষ্টা করছি এছাড়াও মায়ের মূর্তি একটি বিশেষ রূপে দেখতে পাবেন সকলে। আলোক সজ্জায় ও থাকছে বিশেষ চমক।’ স্থানীয় বিপিন পাল বলেন, ‘প্রতিবছরই এই ক্লাব নতুন কিছু থিমের পুজো করে থাকে এ বছর দেখছি কোটি কোটি টাকা দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। নোট নকল হলেও মণ্ডপ সচ্চা, তবে এবার একটু অন্যরকম। পরিবারের সকলকে নিয়ে একবার দেখতে আসবই।’ সবমিলিয়ে এবারের কালীপুজোয় হায়দার পাড়া যুব সংঘ সকলের মন জয় করতে প্রস্তুত।
অনির্বাণ রায়