এই শীতের সময় বাড়তি পাওনা হিসেবে রয়েছে পরিযায়ী পাখিদের দেখার সুযোগ। প্রতিবছর শীতের সময় বহু পরিযায়ী পাখির ঢল নামে রাজবাঁধে। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের কেচন্দা এলাকায় রয়েছে এই রাজবাঁধ। পর্যটকদের কাছে এখনও সেই ভাবে পরিচিত হয়ে ওঠেনি এই ডেস্টিনেশনটি। যে সকল পর্যটকরা জানে তারা ঝাড়গ্রাম বেড়ানোর পাশাপাশি বিকেল বেলায় এক ফাঁকে ঘুরে আসে রাজবাঁধ থেকে।
advertisement
আরও পড়ুন : রুম হিটার লাগবেই না! শীতের কনকনে রাতে নামমাত্র খরচে ঘর রাখুন গনগনে গরম
স্থানীয় মানুষজনের দীর্ঘদিনের দাবি এই মনোরম পরিবেশটিকে ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রের সঙ্গে যুক্ত করার। পর্যটকদের জন্য রাজবাঁধের পাড়ে বসার জায়গা থেকে শুরু করে পিকনিক করার জন্য পিকনিকের সেট তৈরি করে দিলে পর্যটকদের ঢল নামবে রাজবাঁধে। স্থানীয় গ্রামবাসী পরিতোষ মাহাতো বলেন, “প্রতি বছর শীতের সময় বহু মানুষ এখানে বেড়াতে আসে। প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় এখানে। ঝাড়গ্রাম শহরের যে সমস্ত মানুষজন এই জায়গাটিকে চেনে তারা মাঝেমধ্যেই বিকেলে বেড়ানোর জন্য আসে। প্রশাসনের পক্ষ থেকে জায়গাটিকে সাজিয়ে তোলা হলে প্রচুর পর্যটক বেড়ানোর জন্য আসবে এবং আমাদের একটা রোজগারের পথও ভুলে যাবে”।
ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রের সঙ্গে রাজবাঁধ যুক্ত করা হলে পর্যটকদের কাছে যেমন নতুন একটি দেখার জায়গা তৈরি হবে ঠিক তেমনই রোজগারের একটি নতুন পথ খুলে যাবে স্থানীয় গ্রামবাসীদের।