TRENDING:

Boroli Fish: তিস্তা-করলার সংযোগ মোহনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও বোরলি মাছের দাম পৌঁছল কেজি প্রতি ১৪০০ টাকায়!

Last Updated:

Boroli Fish: তিস্তার রুপোলি শস্য বোরলি ও নানা প্রজাতির নদিয়ালি মাছ। স্থানীয় জেলেদের কথায়, আগের বছরের তুলনায় কিছুটা কম মিললেও এবারও তিস্তায় মোটামুটি ভালই মাছ পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: নতুন বছরে একদিকে উত্তরবঙ্গের জনপ্রিয় এই মাছের বাজারে চড়েছে পারদ আর অন্যদিকে তিস্তা-করলা সংযোগস্থল যেন স্বর্গ! কেন জানেন? এ বছরের শুরুতেই উত্তরবঙ্গের মাছের বাজারে দাম বেড়েছে হু হু করে। বিশেষ করে তিস্তার জনপ্রিয় নদিয়ালি মাছ বোরলি এবার হাজার থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বিভিন্ন জায়গায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি শহরের অভিজাত বাজার থেকে শুরু করে সীমান্তবর্তী হাট— সর্বত্রই এই মাছের চাহিদা চোখে পড়ার মতো।
advertisement

তবে এরই মাঝে জলপাইগুড়ির তিস্তা–করলা সংযোগ মোহনায় মিলছে স্বস্তির ছবি। নদীতে যেন ভরপুর হয়ে উঠেছে এই সুস্বাদু মাছ। শীতের শেষে জলস্তর কমতেই ব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। ভোরের আলো ফোটার আগেই জাল কাঁধে নেমে পড়ছেন তিস্তায়— লক্ষ্য একটাই, তিস্তার রুপোলি শস্য বোরলি ও নানা প্রজাতির নদিয়ালি মাছ। স্থানীয় জেলেদের কথায়, আগের বছরের তুলনায় কিছুটা কম মিললেও এবারও তিস্তায় মোটামুটি ভালই মাছ পাওয়া যাচ্ছে।

advertisement

শুধু বোরলি নয়, সঙ্গে ধরা পড়ছে নানা ধরনের সুস্বাদু তিস্তার মাছ, যা বাজারে যথেষ্ট চাহিদাসম্পন্ন। শীতকালে নদীর জল কমলে মাছ ধরা তুলনামূলক সহজ হয় বলেই এই সময়টাই জেলেদের কাছে সবচেয়ে ব্যস্ততার। একজন জেলে জানান, “মাছ একটু কম হলেও যা পাচ্ছি, তাতেই সংসার চলছে। নববর্ষে বাজারে দাম ভালো থাকায় কিছুটা হলেও লাভ হচ্ছে।” নদীর দু’পাশে এখন শীতের আমেজ…কুয়াশা, ঠান্ডা হাওয়া আর জেলেদের জালের ঝাপটানি মিলিয়ে তিস্তা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে।

advertisement

আরও পড়ুন : চিকেন রান্নার আগে-পরে ভুলেও করবেন না কিছু কাজ! মুরগির মাংস হয়ে যাবে ‘বিষাক্ত’ খাবার! দরকারি টিপস জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিউ ইয়ারে তারাপীঠ,কাঁড়িকাঁড়ি টাকা খরচ করতে চাইছেন না,সস্তায় রাত কাটানোর জায়গার ঠিকানা
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা জলপাইগুড়ি শহরের নীতিন মজুমদার বলেন তিস্তার পাড়ে তিনি প্রতিদিনই মাছের খোঁজে যান কিন্তু বর্তমানে মাছের পরিমাণটা একটু বেশি দেখতে পারছেন জেলে তার ধরছে। বিভিন্ন ধরনের নদিয়ালি মাছের সঙ্গে বোরোলির দেখা মিলছে তিস্তা নদীতে করলা তিস্তার যেখানে করলা নদীতে সংযোগ হয়েছে, সেই জায়গাতে মাছের পরিমাণ একটু বেশি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Boroli Fish: তিস্তা-করলার সংযোগ মোহনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও বোরলি মাছের দাম পৌঁছল কেজি প্রতি ১৪০০ টাকায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল