TRENDING:

Foods with Jaggery: শীতের রোগ থাকবে দূরে! শুধু গুড়ের সঙ্গে খান এই খাবারগুলি

Last Updated:

Foods with Jaggery: আসুন, দেখে নিই কোন কোন জিনিস গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে ভাল ফল পাওয়া যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে আমাদের আহারবিলাসে কমবেশি গুড় থাকেই৷ আয়ুর্বেদ মতে শীতে মরশুমি রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে গুড়৷ কিন্তু জানেন কি গুড়ের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে খেলে ফল আরও কয়েক গুণ বেশি হয়? আসুন, দেখে নিই কোন কোন জিনিস গুড়ের সঙ্গে মিশিয়ে খেলে ভাল ফল পাওয়া যায়৷
advertisement

মধু :

মধুর সঙ্গে গুড় মিশিয়ে খেতে পারেন৷ মনে করা হয় এতে রোগ মোকাবিলা শক্তি বেড়ে যায় কয়েক গুণ৷ বৃদ্ধি পায় হিমোগ্লোবিনের মাত্রা৷ এই মিশ্রণের অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে৷

তুলসি :

তুলসির ওষধি গুণ প্রচুর৷ তার সঙ্গে গুড় মিশলে আরও জোরদার হয় ক্ষমতা৷ শীতে খেতে পারেন তুলসির নির্যাস ও গুড়ের তৈরি চা৷

advertisement

আখ:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুড় ও আখের যুগলবন্দি দীর্ঘ দিনের পরিচিত৷ প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টিঅক্সিড্যান্টের যোগান আসে এই কম্বিনেশন থেকে৷ আখ ও গুড় একসঙ্গে খেলে শরীরে আয়রনের যোগান বাড়ে৷ রক্ত পরিশুদ্ধ থাকে৷ শরীরের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Foods with Jaggery: শীতের রোগ থাকবে দূরে! শুধু গুড়ের সঙ্গে খান এই খাবারগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল