TRENDING:

Offbeat: শিক্ষিকার চাকরি ছেড়ে মৎস্যকন্যা হয়ে জীবন উপভোগ করছেন এই তরুণী

Last Updated:

Offbeat:বাড়ির কাছের এক সৈকতে পেশাদার মারম্যান বা মৎস্যপুরুষকে দেখতে পান৷ এর পরই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মারমেডিং

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপকথার গল্প যেন উঠে এল বাস্তবের মাটিতে। মারমেইড বা ম‍‍ৎস্যকন্যাদের ডাকে সাড়া দিতে চাকরি ছাড়লেন ইতালির এক শিক্ষিকা৷ ঘটনার সূত্রপাত অতিমারি পর্বে৷ তারও আগে ২০১৬ সালে শিক্ষাবিদ মস গ্রিন টরকে, ডেভন থেকে চলে আসেন সিসিলিতে৷ স্কুলে ইংরেজি পড়াতে৷ তখন আর কে ভেবেছিল এর পর তাঁর জীবন পাল্টে যাবে আকাশপাতাল৷ মসের দাবি, তিনি বাড়ির কাছের এক সৈকতে পেশাদার মারম্যান বা মৎস্যপুরুষকে দেখতে পান৷ এর পরই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মারমেডিং৷
প্রকৃতি এবং সমুদ্রের সঙ্গে অদ্ভুত আত্মিক যোগাযোগ অনুভব করেন তিনি
প্রকৃতি এবং সমুদ্রের সঙ্গে অদ্ভুত আত্মিক যোগাযোগ অনুভব করেন তিনি
advertisement

প্রকৃতি এবং সমুদ্রের সঙ্গে অদ্ভুত আত্মিক যোগাযোগ অনুভব করেন তিনি৷ তার পরই মনের মধ্যে জেগে ওঠে অভিযানের নেশা এবং পেশাদার মারমেড বা মৎস্যকন্যা হয়ে ওঠার আকর্ষণ৷ তাঁর প্রথম অভিজ্ঞতাই ছিল অত্যন্ত রোমাঞ্চকর, জানিয়েছেন মস৷ মারমেড টেইল লাগিয়ে সাঁতার কাটার মুহূর্তে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন৷ দু’ বছর পর নিজের নেশাকেই পেশা বানিয়ে ফেললেন তিনি৷ কাছের শহর ল্যাম্পেদেউসা থেকে অফার আসে সৈকতে মারমেড বা মৎস্যকন্যা সাজার৷

advertisement

এর পর নতুন পথে পা রাখতে গিয়ে শিখেছেন একের পর এক নতুন শৈলী৷ কষ্টও কিছু কম করেননি৷ শিখেছেন কী করে জলের নীচে দীর্ঘ ক্ষণ শ্বাস ধরে রাখতে হয় নিখুঁত করে তোলেন ডাইভিং দক্ষতা৷ আয়ত্ত করেন আরও রোমাঞ্চকর কসরতের খুঁটিনাটি৷ স্বীকার করেছেন তাঁর নতুন কাজে বেতন কমে গিয়েছে অনেকটাই৷ কিন্তু এর থেকে বেশি সুখী তিনি আগে হননি, জানিয়েছেন সে কথাও৷

advertisement

গরমকালে তিনি মারমেড সাজেন৷ দিনে ১২ ঘণ্টা মৎস্যকন্যার সাজে নৌকোসফর করেন পর্যটকদের সঙ্গে৷ শিখিয়ে দেন কী করে সামুদ্রিক প্রাণীদের দক্ষতায় সাঁতার কাটতে হয় সমুদ্রে৷ সচেতন করে তোলেন সামুদ্রিক জীবজগত নিয়েও৷ বোঝান সমুদ্র এবং লাগোয়া সৈকত পরিষ্কার রাখা কত জরুরি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যখন প্রথম বার স্কটল্যান্ডে মারমেড হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন ছিল ঠান্ডার মরশুম৷ জল প্রায় হিমায়িত৷ উত্তেজনায় ভুলেই গিয়েছিলেন সে কথা৷ মৎস্যকন্যা হিসেবে নিজের দক্ষতা আরও নিপুণ করে তোলার জন্য ক্রমাগত অনুশীলন ও পরিমার্জন করে গিয়েছেন তিনি৷ শ্বাস ধরে রাখা, গভীর সমুদ্রে ঝাঁপ দেওয়া, জলের ঘূ্র্ণিতে নিজেকে মিশিয়ে দেওয়া, সাগরে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চিতসাঁতার কাটা-একে একে শিখে নিয়েছেন সব কিছু৷ অতীতের শিক্ষিকা মৎস্যকন্যা হয়ে দিব্যি আছেন নতুন জীবনে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat: শিক্ষিকার চাকরি ছেড়ে মৎস্যকন্যা হয়ে জীবন উপভোগ করছেন এই তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল