TRENDING:

Motivational Story: IAS-এর চাকরি ছেড়ে এই প্রাক্তন অধ্যাপক আজ একজন সফল ইউটিউবার! সাবস্ক্রাইবার ২.৯৫ মিলিয়ন!

Last Updated:

Motivational Story: ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন। কিন্তু সেই পরীক্ষায় সফল হয়েও কেউ কেউ ছেড়ে দিতে পারেন চাকরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন। কিন্তু সেই পরীক্ষায় সফল হয়েও কেউ কেউ ছেড়ে দিতে পারেন চাকরি। সেই নজির তৈরি করেছেন ডক্টর বিকাশ দিব্যকীর্তি। ভার্চুয়াল মাধ্যমে তিনি এখন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। পথ দেখাচ্ছেন পরবর্তী প্রজন্মের পড়ুয়াদের।
পথ দেখাচ্ছেন পরবর্তী প্রজন্মের পড়ুয়াদের
পথ দেখাচ্ছেন পরবর্তী প্রজন্মের পড়ুয়াদের
advertisement

হরিয়ানায় এক মধ্যবিত্ত পরিবারে ১৯৭৩ সালে জন্ম বিকাশের। তাঁর বাবা ছিলেন মহাঋষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের হিন্দি সাহিত্যের অধ্যাপক। তাঁর মা ছিলেন শিক্ষিকা। তাঁর দুই বড় দাদার মধ্যে একজন আমেরিকায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। আর এক জন সিবিআই-এর ডিআইজি।

হিন্দি এবং ইংরেজিতে স্নাতক হওয়ার পর বিকাশ এমএ, এমফিল এবং পিএইচডি করেন। শিক্ষা সমাপনে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। বাড়ির লোকের কথায় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। ১৯৯৪ সালে সর্বভারতীয় মেধাতালিকায় তিনি ৩৮৪ নম্বর স্থান পান। স্বরাষ্ট্রমন্ত্রকে কিছু দিন কাজ করার পর বুঝতে পারেন এই পেশা তাঁর জন্য নয়।

advertisement

আরও পড়ুন : আজ থেকে রাজ্যের কোথায় কবে বৃষ্টি? শীত কি শেষ নাকি ফিরবে কনকনে ঠান্ডা? আবহাওয়ার বড় আপডেট জানুন

আইএএস-এর চাকরি ছেড়ে তিনি ফিরে আসেন শিক্ষকতায়। ১৯৯৯ সালে দিল্লির মুখার্জি নগরে শুরু করেন ‘দৃষ্টি আইএএস কোচিং সেন্টার’। সোশ্যাল মিডিয়ায় এখন তিনি তুমুল জনপ্রিয়। তাঁর লেকচারের ক্লিপ ভাইরাল হয়ে যায় নিমেষে। ফ্যানপেজে ফলোয়ার্স ৬০ হাজারের বেশি। ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২.৯৫ মিলিয়ন। তাঁর কোচিং সেন্টারের সাবস্ক্রাইবার বেস ১১ মিলিয়নেরও বেশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিকাশ দিব্যকীর্তি নিজের ভূমিকাতেই অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসির ‘12th Fail’ ছবিতে। ছবিতে এবং ছবির বাইরে বাস্তবেও অনুপ্রাণিত করে চলেছেন অগণিত স্বপ্নসন্ধানীদের।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Motivational Story: IAS-এর চাকরি ছেড়ে এই প্রাক্তন অধ্যাপক আজ একজন সফল ইউটিউবার! সাবস্ক্রাইবার ২.৯৫ মিলিয়ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল