বেত দিয়ে আসবাব তৈরির ইতিহাস অনেক পুরনো | বেতের তৈরি আসবাব শিল্পের ইতিহাস ঘেঁটে এর নির্দিষ্ট কোনো সৃষ্টিকাল পাওয়া না গেলেও অনুমান করা হয়ে থাকে আদি চিনে ঝুঁড়ি বুনন থেকে এর শুরু| ঊনবিংশ শতাব্দীতে ডাচ ও ইংরেজদের আসবাবে বেতের ব্যবহার পরিলক্ষিত হয়| আর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্যাফেগুলোতে বেতের চেয়ারের ব্যবহার হত। একটা সময় ছিল যখন আমাদের দেশেও বেতের আসবাবের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। তখন ঘরের আসবাবপত্র বলতে প্রথমেই আসত বেতের কথা |
advertisement
বাড়িতে বইয়ের সেলফ, বসার মোড়া, সোফাসেট, খাট-যাঁরা নান্দনিক নকশার আসবাব পছন্দ করেন, তাঁরা বেতের তৈরি জিনিস বেছে নিতে পারেন ঘর সাজানোর মাধ্যম হিসেবে| আজকাল বেতের আসবাবের চাহিদা বেশ বেড়েছে| হাওড়ার কারিগররা বেতের চেয়ার, টেবিল, ঝুড়ি, এবং অন্যান্য শৌখিন আসবাব তৈরি করেন| এই ঐতিহ্যবাহী হস্তশিল্পটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | এই কারিগররা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে বেত প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন জিনিস তৈরির কৌশল শিখেছেন | এটি তাদের জীবনধারনের একটি মাধ্যম এবং একই সঙ্গে সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ | এখানকার দক্ষ কারিগররা বাড়িতে বা এলাকায় বসে বেতের জিনিস তৈরি করেন, সেগুলি হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্ত বিক্রি করেন| যদিও বর্তমানে এই পেশায় যুক্ত থাকা মানুষের সংখ্যা একেবারেই কম |
বেত দিয়ে নানান ব্যবহার্য আসবাবপত্র যেমন তৈরি হয়, তেমনি শৌখিন জিনিসও তৈরি হয়| যেমন – সোফাসেট ও চেয়ার বেতের আসবাবের মধ্যে সোফাসেট বেশ জনপ্রিয় | দেখতে আকর্ষণীয়, ওজনে হালকা ও সহজেই পরিষ্কার করা যায় বলে বেতের সোফা সবাই পছন্দ করে | এছাড়া রাখতে পারেন বেতের চেয়ারও | বসার ঘর, বারান্দা বা শোবার ঘরে ব্যবহার করতে পারেন বেতের মোড়া | ডাইনিং টেবিল বেতের ফ্রেমে কাচ লাগিয়ে তৈরি করা হয় বিভিন্ন আকারের চমত্কার সব ডাইনিং টেবিল | বেতের ডাইনিং টেবিল আপনার খাবার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ | দোলনা বেত দিয়ে তৈরি হয় নানা ডিজাইন ও আকারের স্ট্যান্ড দোলনা ও ঝুলন দোলনা | এই দোলনাগুলো হতে পারে আপনার অবসর কাটানোর সঙ্গী| ড্রেসিংটেবিল ও আয়না বেতের ড্রেসিংটেবিল ও আয়নার ব্যবহার বহন করবে আপনার সুরুচি ও শৌখিনতার পরিচয় | শেলফ বেত দিয়ে তৈরি হয় নানা ধরনের শেলফ | এই শেলফগুলোতে সাজিয়ে রাখতে পারেন বই অথবা শখের শোপিস| খাট ও ডিভান বেতের তৈরি খাট ও ডিভানও তৈরি হয় | শোবার ঘরে খাট ও বসার ঘরে রাখতে পারেন ডিভান | টেবিল বেতের টেবিল পাওয়া যায় বিভিন্ন আকারের, টি টেবিল, বেডসাইড টেবিল বা পড়ার টেবিলও বেছে নিতে পারেন বেতের তৈরি | ঝুড়ি ও বাক্স বেতের ঝুড়ি ও বাক্স ব্যবহার করা যায় নানান কাজে | আসবাবের জগতে প্রাচীন এই শিল্পটি আধুনিকতার ছোঁয়ায় হয়ে উঠছে আরও দৃষ্টিনন্দন ও অভিজাত | যার ফলে আধুনিক জীবনযাপনে সময়ের সঙ্গেই বাড়ছে এর ব্যবহারও | প্রায় হারিয়ে যেতে চলা শিল্পটি আবারও ফিরে পাচ্ছে তার পুরনো গৌরব |