TRENDING:

জেনে নিন সানস্ক্রিন মাখার সঠিক কায়দা

Last Updated:

সানস্ক্রিন মাখলেই রোদ থেকে বাঁচবে ত্বক ! বিজ্ঞাপনে দেখানো এরূপ ফান্ডা নিয়ে দিব্য আছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সানস্ক্রিন মাখলেই রোদ থেকে বাঁচবে ত্বক ! বিজ্ঞাপনে দেখানো এরূপ ফান্ডা নিয়ে দিব্য আছেন ৷ তবুও দেখছেন, কিচ্ছুটি হচ্ছে না ৷ রূপ বিশেষজ্ঞরা বলছেন, সানস্ক্রিন মাখলেই হল না, রয়েছে এর নিয়মকানুন !
advertisement

১) সানস্ক্রিন মাখার আগে অবশ্যই ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন ৷ তারপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন ৷ মুখের ত্বক একটু যেন ভেজা ভেজা থাকে ৷

২) সরাসরি সানস্ক্রিন মাখবেন না ৷ সানস্ক্রিন মাখার আগে অল্প করে ময়েশ্চারাইজার মেখে নিন ৷ এতে ত্বকে আদ্রতা বজায় থাকবে ৷

৩) রোদে বের হওয়ার অন্তত আধঘণ্টা আগে সানস্ক্রিন মাখুন ৷

advertisement

৪) প্রয়োজনে ব্যাগে রাখুন সানস্ক্রিন ৷ প্রতি চার ঘণ্টা অন্তর মেখে ফেলুন ৷

৫) সানস্ক্রিন ব্যবহার করুন ৫০ শতাংশ এসপিএফ যুক্ত ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জেনে নিন সানস্ক্রিন মাখার সঠিক কায়দা