# বই পরিষ্কার হাতে ধরবেন ৷ নইলে আপনার হাতের ময়লা লেগে থাকবে বইয়ের পৃষ্ঠায় ৷
# বইয়ের পাতা ওল্টানোর সময় সাবধান থাকুন ৷ পড়ার সময় বইয়ের পাতা মুড়বেন না ৷ বুকমার্ক বা পেজমার্ক রেখে পড়ার অভ্যাস তৈরি করুন ৷
# দু’ পাতার মাঝে আঙুল রেখে বই হাতে নিয়ে ঘুরবেন না ৷ বই সম্পূর্ণ বন্ধ করে তবেই এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাবেন ৷
advertisement
# বাড়িতে শিশু এবং পোষ্য থাকলে তাদের কাছ থেকে বই সরিয়ে রাখুন ৷
# অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যাস থাকে ৷ আমেজ থাকলেও এই রীতি ছেড়ে দিলেই ভাল৷ কারণ খাবার ও পানীয়ের দাগ বইয়ে লেগে যাওয়ার ভয় রয়েই যায় ৷
# বাঁধাই করা বই এবং পেপারব্যাকের আলাদা ভাবে যত্ন নিন ৷ সবসময় মলাট দিয়ে রাখতে ইচ্ছে না করলেও পড়ার সময় অন্তত বই মলাট দিয়ে পড়ন ৷
# বর্ষাকালে বইয়ের বিশেষ যত্ন নিন ৷ মাছে মাঝেই নাড়াচাড়া করুন ৷ নিয়ম করে বই মুছে রাখুন ৷
# আপনি গ্রন্থকীট হতেই পারেন ৷ কিন্তু প্রকৃত পোকামাকড়ের হাত থেকে সতর্ক থাকুন ৷ বুকশেল্ফ নিয়মিত সাফসুতরো রাখুন ৷