TRENDING:

Eggs: ডিম কি ফ্রিজে রাখা উচিত? স্বাস্থ্য ভাল রাখতে জেনে নিন এখনই

Last Updated:

How to store eggs: অনেকে বিশ্বাস করেন যে কখনই ফ্রিজে ডিম সংরক্ষণ করা উচিত নয়। কারণ এটি ডিমের স্বাদকে প্রভাবিত করতে পারে। আবার অনেকে বলেন যে ডিমের শেলফ লাইফ বাড়ানোর সঠিক উপায় হল সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্ঝঞ্ঝাট আমিষ খাবারের মধ্যে ডিম সেরা। কিন্তু ডিম (Eggs) সংরক্ষণের সঠিক উপায় কী? অনেকে বিশ্বাস করেন যে কখনই ফ্রিজে ডিম সংরক্ষণ করা উচিত নয়। কারণ এটি ডিমের স্বাদকে প্রভাবিত করতে পারে। আবার অনেকে বলেন যে ডিমের শেলফ লাইফ বাড়ানোর সঠিক উপায় হল সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করা (How to store eggs)।
কয়েকদিন আগেও খুচরো ডিম বিক্রি হয়েছে ১২ টাকা জোড়া। জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা থেকে আমদানি করা পাইকারি ডিমের দাম বাড়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। তাতেই গত একমাসে এক জোড়া ডিমের দাম গড়ে তিন টাকা করে বেড়েছে।
কয়েকদিন আগেও খুচরো ডিম বিক্রি হয়েছে ১২ টাকা জোড়া। জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা থেকে আমদানি করা পাইকারি ডিমের দাম বাড়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। তাতেই গত একমাসে এক জোড়া ডিমের দাম গড়ে তিন টাকা করে বেড়েছে।
advertisement

ডিম সংরক্ষণ করার সঠিক উপায় কী?

বাজার থেকে নিয়ে আসার পরে অনেকে ডিম রান্নাঘরে রেখে দেন, আবার অনেকে ফ্রিজে তুলে রাখেন। পরিষ্কার জায়গায় রাখার পাশাপাশি তাপমাত্রা নিঃসন্দেহে ডিম সংরক্ষণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। কিন্তু ফ্রিজে ডিম (Eggs) রাখা কতটা নিরাপদ?

আরও পড়ুন-ভাষা কীভাবে আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে? জানলে অবাক হবেন!

advertisement

প্রশ্নটা ওঠার কারণ হল একটাই- ডিম যদি যথাযথ ভাবে সংরক্ষণ করা না যায়, তাহলে তা আমাদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। কেন না, মাছ বা মাংসের মতো ডিমও যদি সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তবে তাতে বিপজ্জনক ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ডিম থেকে শরীরে বিষক্রিয়া হওয়ার অন্যতম সাধারণ কারণ হল সালমোনেলা নামে পরিচিত একটি ব্যাকটেরিয়া।

advertisement

সিডিসি-র (CDC) মতে, সালমোনেলা একটি ভয়ঙ্কর ব্যাকটেরিয়া যা খাদ্যজনিত অসুস্থতার কারণ হতে পারে। এটি মুরগির মতো বিভিন্ন প্রাণী ও পাখির পরিপাকতন্ত্রে উপস্থিত থাকে। এই কারণেই সিডিসি অনুসারে ২৫টি মুরগির মধ্যে একটি সালমোনেলা দ্বারা দূষিত।

আরও পড়ুন- রাগ সামলানো দায়, সতর্ক না হলে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসারও!

advertisement

এক্ষেত্রে পেটের অসুখ, বমি বমি ভাব এবং এমনকী মৃত্যু ঘটাও অসম্ভব নয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাই ডিম বিক্রি করার আগে পরিষ্কার করা হয়, জীবাণুমুক্ত করা হয়, কারণ ব্যাকটেরিয়া অনেক সময়ে ডিমের খোসায় থেকে যায়, যা ডিমের খোসাকে পাতলা করে তোলে এবং সংক্রমণের প্রবণতা বাড়ায়। এই কারণেই ডিম পরিষ্কার করার ঠিক পরে ফার্মে এগুলো ফ্রিজে রাখা হয়।

advertisement

তাহলে বাজার থেকে এনে বাড়িতেও কি ফ্রিজে ডিম রাখা কি উচিত?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফার্মের রেফ্রিজারেটেড ডিম বাড়ি এনে বেশিক্ষণ ফ্রিজের বাইরে রাখলে ব্যাকটেরিয়া দূষণের সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিন্তু স্যানিটাইজেশন প্রক্রিয়ার পর ডিমগুলো যদি ফ্রিজে রাখা না হয়, তাহলে সেগুলোকে ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা যেতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eggs: ডিম কি ফ্রিজে রাখা উচিত? স্বাস্থ্য ভাল রাখতে জেনে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল