TRENDING:

Rice: কুকারে ভাত পুড়ে গিয়েছে? সহজেই কাটবে পোড়া গন্ধ! জেনে নিন সহজ উপায়

Last Updated:

ভাতের পোড়া গন্ধ দূর করবার কয়েকটি সহজ উপায় রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাছে ভাতে বাঙালি। ভাত ছাড়া বাঙালি দুপুরের খাবার ভাবতেই পারে না। তবে এই ভাত রান্না করতে একটি বিপত্তির মুখে প্রায়শই পড়তে হয়। কুকারে অনেক সময়ই ভাত খানিকটা পুড়ে যায়। এই ভাতের পোড়া গন্ধ দূর করবার কয়েকটি সহজ উপায় রয়েছে।
কুকারে ভাত পুড়ে গিয়েছে? সহজেই কাটবে পোড়া গন্ধ! জেনে নিন সহজ উপায়
কুকারে ভাত পুড়ে গিয়েছে? সহজেই কাটবে পোড়া গন্ধ! জেনে নিন সহজ উপায়
advertisement

সকালের তাড়াহুড়োর মধ‍্যে ভাত। দৌড়োদৌড়ির মাঝেই ভাত রান্না করতে গিয়ে প্রায়শই কুকারের সিটি বেজে যায়। গ‍্যাস বন্ধ করতে খানিকটা দেরি হলেই পোড়া গন্ধ এসে যায় ভাতে। সাদা ধবধবে ভাত খাওয়ার আনন্দই মাটি। যদি চাল কুকার বা প্যানের নীচে আটকে থাকে এবং পুড়ে যায় তবে এটি থেকে একটি গন্ধ আসছে। কিন্তু এই সমস‍্যার সমাধানও মজুদ আছে রান্নাঘরে।

advertisement

আরও পড়ুন: বাড়ির পাশের এই পাতা মুশকিল আসান! উজ্জ্বল ত্বকের পাশাপাশি ব্লাড সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে

পোড়া গন্ধ দূর করতে কাজে আসবে পেঁয়াজ। একটি মাঝারি আকারের পেঁয়াজ নিয়ে খোসা-সহ চার টুকরো করে কেটে নিন। চারটি টুকরো চার কোণে চেপে চালের পাত্রে রাখুন। কুকারের ঢাকনা বন্ধ করুন। একটু পর পোড়া গন্ধ চলে যাবে। পেঁয়াজ সব গন্ধ শুষে নেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

চাল পুড়ে গেলে চালে ঘি ও জিরা মেশালেও পোড়া গন্ধ দূর হয়। ঘিয়ের গন্ধে পোড়া গন্ধ দূর হবে। চালের পোড়া গন্ধ কমাতে ঘিতে ২ কোয়া রসুন মিশিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে দেন। রসুন যোগ করার পরে, চাল ২-৩ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এই কয়েকটি সহজ উপায়েই কমবে ভাতের পোড়া গন্ধ।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rice: কুকারে ভাত পুড়ে গিয়েছে? সহজেই কাটবে পোড়া গন্ধ! জেনে নিন সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল