এ বার জেনে নেওয়া যাক Groww বিষয়ে। এটি একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। যার সাহায্যে ডিজিটাল উপায়ে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়।
দেখে নেওয়া যাক, Groww-এর সাহায্যে কী ভাবে খোলা সম্ভব ডিম্যাট অ্যাকাউন্ট-
১. প্রথমেই Groww app-এ লগ-ইন করতে হবে। এর পর ‘Stocks’ ট্যাবে যেতে হবে। সেখান থেকে ‘complete setup’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
২. এ বার ‘Open Stocks Account‘ অপশনে ক্লিক করতে হবে। প্রসঙ্গত, Groww-তে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে কোনও টাকা লাগে না।
৩. এ বার প্রয়োজনীয় তথ্য দেওয়ার পালা। KYC-এর প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করার জন্য এ ক্ষেত্রে পেশা, আয়, মা-বাবার নাম-সহ একাধিক তথ্য দিতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ভেরিফিকেশন করে নিতে হবে। এবং ‘Next’ অপশনে ক্লিক করতে হবে।
৪. এর পর ড্রপ-ডাউন লিস্ট থেকে trading experience-এ এন্টার করতে হবে এবং ‘Next’ অপশনে ক্লিক করতে হবে।
৫. পরবর্তী পদক্ষেপ হল আধার কার্ড সম্পর্কিত। এ ক্ষেত্রে e-sign সার্ভিসে নিজের আধার নম্বর দিতে হবে। কিছুক্ষণ পরই আধার লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে। এবার e-sign করার জন্য ‘E-SIGN AOF’ অপশনে ক্লিক করতে হবে।
৬. এ বার এই OTP বা সিকিওরিটি কোডটি এন্টার করতে হবে এবং ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
৭. এর পর Demat account ওপেনিং ফর্ম ভালো করে পড়ে নিতে হবে এবং ‘Sign Now’ অপশনে ক্লিক করতে হবে।
৮. ‘Sign Now’ করার পর সরাসরি NSDL ইলেকট্রনিক সিগনেচার সার্ভিসে পৌঁছে যাবেন আবেদনকারী। এ বার যথাস্থানে আধার নম্বর ও আধার ভার্চুয়াল ID এন্টার করতে হবে। আবার ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে। এবং সেই OTP এন্টার করলেই সম্পূর্ণ হবে e-sign প্রক্রিয়া।
৯. সব শেষে স্ক্রিনে ‘Signed successfully‘ দেখাবে। লেখা থাকবে ‘you can start investing now'। এ বার শুরু করার জন্য ‘Let’s start’ অপশনে ক্লিক করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবং খুলে যাবে অ্যাকাউন্ট। তার পর শুরু করা যেতে পারে বিনিয়োগ।